স্পোর্টস ডেস্ক : চলতি মৌসুমের মাঝপথে বার্সেলোনার সঙ্গে সম্পর্কের শেষের ঘোষণা দেন জাভি হার্নান্দেজ। তার বিদায় রাঙাতে শিষ্যরাও নিজেদের উজাড় করে দিচ্ছিলেন। তবে শেষদিকে ছন্দহীন, তাতে খালি হাতে বিদায় নেওয়ার উপক্রম হয়েছিল জাভির। কিন্তু এখানেই শেষ নয়। আবার নতুন চ্যালেঞ্জ নিতে বার্সার সঙ্গে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
কোচ হয়ে আরও এক মৌসুম বার্সার সঙ্গে থাকছেন জাভি, এমন খবর জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম মুন্দো দেপোর্তিভো। ফুটবলে দলবদলের নির্ভরযোগ্য খবর প্রচারে সুবিদিত ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো বলেছেন একই কথা।
রোমানোর তথ্য অনুযায়ী, বুধবার বার্সা প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তের সঙ্গে বৈঠক করে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সাবেক মিডফিল্ডার। লাপোর্তা কয়েক মাস ধরেও জাভির মন পাল্টানোর চেষ্টা করছেন। অবশেষে রাজি করাতে পেরেছেন। ক্লাবের চূড়ান্ত প্রস্তাবনায় সন্তুষ্ট হয়েছেন জাভি। এবার আনুষ্ঠানিক ঘোষণার পালা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।