স্পোর্টস ডেস্ক : মৌসুম শেষেই লিভারপুল অধ্যায়ের ইতি টানছেন ইয়ুর্গেন ক্লপ। তার বিদায়ের আগে উত্তরসূরিও ঠিক করে ফেলেছে দলটি। ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, ফেইনুর্ডের কোচ আর্নে স্লটকে আনতে চুক্তিও সেরে ফেলেছে ইংলিশ জায়ান্টরা।
ডাচ ক্লাবটির হয়ে স্লটের চুক্তির এখনও দুই বছর বাকি। কিন্তু লিভারপুল তাকে ভেড়াতে ক্ষতিপূরণের প্রাপ্য অর্থ দিতেও ফেইনুর্ডের সঙ্গে সম্মত হয়েছে। বিবিসি দাবি করেছে, চুক্তির পরিমাণ ৯.৪ মিলিয়ন পাউন্ডের মতো।
স্লট বৃহস্পতিবার জানিয়েছেন, তিনি এই দায়িত্ব পাওয়ার ব্যাপারে ভীষণ আত্মবিশ্বাসী। সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আমি লিভারপুলে অবশ্যিই যেতে চাই। এখন শুধু অপেক্ষা করছি ক্লাব দুটো কোনও চুক্তিতে পৌঁছায় কিনা। তবে আমি বিষয়টা নিয়ে ভীষণ আত্মবিশ্বাসী।’
কোচ হিসেবে এজে আলকমারে প্রথমবার দায়িত্ব পেয়েই নজর কাড়েন তিনি। তারপর ২০২১ সালে যোগ দেন ফেইনুর্ডে। প্রথম মৌসুমেই ডাচ ক্লাবটিকে উদ্বোধনী ইউরোপা কনফারেন্স লিগের ফাইনালে নিয়ে গেছেন। দুর্ভাগ্য ফাইনালে তার দল হোসে মরিনহোর রোমার কাছে ১-০ গোলে হেরেছে। ২০২২-২৩ মৌসুমে ডাচ লিগের শিরোপাও এনে দিয়েছেন তিনি। লিভারপুলে ৯ বছরের রাজত্বের পর চলে যাচ্ছেন ক্লপ। স্লটের কথা তিনিও শুনেছেন। ডাচ কোচ এলে ক্লপ খুশি হবেন বলে জানিয়েছেন, ‘আমি তাকে হয়তো জানি না। কিন্তু যারা তাকে চেনে, তাদের ভাষ্য অনুসারে মানুষটি ভালো।। তাই ভালো কোচ, ভালো মানুষ। আমি এগুলো ভীষণ পছন্দ করি। এখন সে যদি ক্লাবের সমাধান হয়, তাহলে আমি ভীষণ খুশি হবো।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।