ভিডিও

লিগে বড় জয়ই পেল আল-হিলাল

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৪, ০২:০০ দুপুর
আপডেট: এপ্রিল ২৭, ২০২৪, ০২:০০ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : সৌদি প্রো লিগের ম্যাচে আল-ফাতেহর বিপক্ষে জয় তুলে নিয়েছে আল-হিলাল। লিগের অপর দুই ম্যাচে জয় পেয়েছে আল-তা’উন ও আল-শাবাব।

শুক্রবার (২৬ এপ্রিল) রাতে সৌদি প্রো লিগের ম্যাচে আল-ফাতেহর বিপক্ষে ৩-১ গোলে জয় পায় আল-হিলাল। দামাকের বিপক্ষে ১-০ গোলের জয় পায় আল-তা’উন। আর আল-ইত্তিহাদকে ৩-১ গোলে হারিয়েছে আল-শাবাব।

রিয়াদে রাত ৯টায় মাঠে নেমেছিল হিলাল। দলটির হয়ে গোল করেন মাইকেল ডেলগাডো, রুবেন নেভেস ও আলী আল-বুলাইহি। ফাতেহর পক্ষে একমাত্র গোলটি করেন লুকাস জেলারায়ান। শাবাবের বিপক্ষে বড় ধাক্কা খেয়েছে ইত্তিহাদ। জেদ্দায় নেমে দলটি ৩-১ গোলে উড়ে গিয়েছে। শাবাবের হয়ে গোল করেন হাবিব দিয়ালো, কার্লোস ও আল-জুওয়ার। ইত্তিহাদের হয়ে একমাত্র গোলটি করেন আবদেররাজাক হামদাল্লাহ। অপর ম্যাচে জোয়াও পেদ্রোর গোলে জয় তুলে নেয় আল-তা’উন। এই ম্যাচে খেলার শেষদিকে দামাকের ফুটবলার আহমদ ইউসুফ জেইন লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। 

এই মুহূর্তে ২৮ ম্যাচ শেষে ৮০ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে আল-হিলাল। সমান ম্যাচ খেলে ৬৮ পয়েন্ট নিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর আল-নাসর রয়েছে দুইয়ে। 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS