ভিডিও

মেসির ইতিহাসে জয় মায়ামির

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৪, ০৩:০৪ দুপুর
আপডেট: এপ্রিল ২৮, ২০২৪, ০৩:০৪ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) নতুন ইতিহাস গড়েছেন মেসি। চলতি মৌসুমে ৭ ম্যাচে সবমিলিয়ে ১৬ গোলে অবদান রেখেছেন এই আর্জেন্টাইন ফুটবলার। এমএলএসে এর আগে কোনো ফুটবলার কোনো নির্দিষ্ট মৌসুমে প্রথম ৭ ম্যাচে ১৬ গোলে অবদান রাখতে পারেননি। মেসির আগে প্রথম ৭ ম্যাচে সর্বোচ্চ ১৩টি করে অ্যাসিস্ট ছিলো থিয়েরি অরি এবং কার্লোস ভেলার।

আর মেসি ঝলকে বড় জয় পেয়েছে ইন্টার মায়ামি। নিউ ইংল্যান্ড রেভুলেশনের বিপক্ষে মেসির জোড়া গোলে ৪-১ ব্যবধানে বড় জয় পেয়েছে মার্টিনোর দল। রোববার (২৮ এপ্রিল) প্রতিপক্ষের মাঠে মাত্র ৪০ সেকেন্ডেই গোল হজম করে মেসিরা। এরপরই নিজেদের আসল রূপ দেখায় মায়ামি। একে একে নিউ ইংল্যান্ডের জালে দেয় চার গোল। প্রথম মিনিটে পিছিয়ে পড়ার পর সমতায় ফিরতে ৩২ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় মায়ামিকে। রবার্ট টেইলরের বাড়ানো বল থেকে ডি-বক্সে ঢুকে লক্ষ্যভেদ করেন মেসি। এরপর ৬৮তম মিনিটে দলকে এগিয়ে দেন অধিনায়ক। সের্জিও বুসকেতসের অসাধারণ থ্রু বল ধরে ডি-বক্স থেকে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান তিনি। ৮৩তম মিনিটে ব্যবধান ৩-১ করেন ক্রেমাস্কি। এর ছয় মিনিট পর মেসির পাস থেকে দুর্দান্ত এক শট বল জালে পাঠান সুয়ারেজ।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS