ভিডিও

টি-টোয়েন্টি ম্যাচে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৪, ০৩:০৮ দুপুর
আপডেট: এপ্রিল ২৮, ২০২৪, ০৩:০৮ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : আজ রোববার (২৮) বিকেল ৪টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। দীর্ঘদিন পর ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হচ্ছে দুই প্রতিবেশী দেশ। এই সিরিজকে ঘিরে দারুণ প্রস্তুতি নিয়েছেন নিগার সুলতানা জ্যোতিরা। সিলেটে বেশ কিছু সুখস্মৃতি আছে, সেগুলোকে সঙ্গী করেই মাঠে নামতে চান লাল-সবুজের প্রতিনিধিরা।

এরআগে সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন দুই দলের অধিনায়ক। সেখানেই নিজেদের লক্ষ্যের কথা জানিয়েছেন তারা। বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা বলেছেন, ‘আমরা সিলেট এসেছিল ২০ তারিখে। কিছু অনুশীলন সেশন করেছি। গত সিরিজে যে জিনিসগুলো আমাদের হয়নি, ওভাবে চেষ্টা করেছি কাজ করার। সিলেটের উইকেট কিন্তু বরাবরই ভালো। স্পোর্টিং উইকেট। ব্যাটাররা রান করতে পারে, বড় স্কোর হয়। টি-টোয়েন্টিতে সবাই চায়, স্কোর বড় হোক। সেজন্য বলব যে, সিলেট আইডিয়াল একটা প্লেস টি-টোয়েন্টি খেলার জন্য। আমি আশা করছি যে, খুব ভালো ম্যাচ হবে।’

বাংলাদেশের সঙ্গে ভারতের অতীত লড়াই কারও অজানা নয়। এবারও সেই লড়াইয়ের অপেক্ষায় সবাই। তবে, জ্যোতি সেসব নিয়ে মোটেও ভাবছেন না। নিজেদের খেলার দিকেই মনোযোগ বাংলাদেশ অধিনায়কের। তিনি বলেন, ‘অতীতে অনেক কিছু হয়ে গেছে। কিন্তু, হোয়াটএভার হ্যাপেনড। ওটাতে আমরা বসে নেই। সিলেটের মাঠ, এখানে আমাদের অনেক বড় অর্জন নাই হয়ত। কিন্তু, ভালো ক্রিকেট খেলার কিছু ভালো মেমরি আছে। সেগুলোকে নিয়েই ইনশাআল্লাহ চেষ্টা থাকবে।’

এদিকে ভারতের অধিনায়ক হারমানপ্রীত কাউর নিজেদের সেরাটা উপহার দিতে চান। তিনি বলেন, ‘এখন নতুন ভেন্যু, নতুন সিরিজ। আমরা এটার জন্য প্রস্তুত হচ্ছি। আমরা ভালো ক্রিকেট খেলতে চাই। আশা করছি, এই সিরিজে আমাদের শতভাগ দিতে পারব।’ আগের সফরে বাংলাদেশের বিপক্ষে বেশ কঠিন পরীক্ষা দিতে হয়েছিল ভারতকে। এবার ভারতীয় অধিনায়কের বাড়তি সতর্কতা। তিনি আরও বলেন, ‘আমরা ভালো মানের ক্রিকেট আশা করছি। আমরা যেখানেই যাই, ভালো খেলার চেষ্টা করি। এবারো ব্যতিক্রম নয়। এটা আমাদের জন্য দারুণ সুযোগ। বাংলাদেশ খুব ভালো দল, দ্রুতই তারা উন্নতি করছে।’



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS