স্পোর্টস ডেস্ক : প্রথম দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন দলে আছেন কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকা ট্রেন্ট বোল্ট, রয়েছেন টিম সাউদিও। সোমবার (২৯ এপ্রিল) দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড।
এ বিশ্বকাপটি হবে উইলিয়ামসনের ষষ্ঠ আসর, অধিনায়ক হিসেবে চতুর্থ। ঘোষিত স্কোয়াডে তার চেয়ে বেশি বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা আছে টিম সাউদির। এ পেসারের এটা হবে সপ্তম আসর। ১৫৭ উইকেট নিয়ে সাউদি সংক্ষিপ্ত ফরম্যাটের সর্বোচ্চ উইকেটশিকারি, ১৪০ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান।
যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে ১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দলের ১৩ জনই ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে ছিলেন। ৬ জন খেলেছেন ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে। টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেননি, এমন সদস্য দলে দুজন আছেন। তারা হলেন- ম্যাট হেনরি ও রাচিন রবীন্দ্র। ইনজুরি ব্যাকআপ হিসেবে দলের সঙ্গে থাকবেন বেন সিয়ার্স। ইনজুরির কারণে দলে নেই অ্যাডাম মিলনে, একই কারণে বাদ পড়েছেন কাইল জেমিসনও।
নিউজিল্যান্ড দল : কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারেল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি ও টিম সাউদি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।