স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ৩ মে চট্টগ্রামে প্রথম ম্যাচে মাঠে নামবে দু’দল। মঙ্গলবার (৩০ এপ্রিল) সিরিজকে সামনে রেখে টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সর্বনিম্ন ২০০ টাকা থেকে সর্বোচ্চ ১৫০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার টি-টোয়েন্টি ম্যাচ। ওয়েস্টার্ন স্ট্যান্ড ২০০ ও ইস্টার্ন স্ট্যান্ড গ্যালারির টিকিটের দাম ৩০০ টাকা। এছাড়া ক্লাব হাউজ ৫০০ ও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের টিকিটের দাম ১০০০ টাকা। অন্যদিকে রুফটপ হসপিটালিটি ও গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের সর্বোচ্চ দাম নির্ধারণ করা হয়েছে ১৫০০ টাকা। সাগরিকা টিকেট কাউন্টার ও এম এ আজিজ স্টেডিয়াম থেকে ম্যাচের আগের দিন ও ম্যাচের দিন টিকিট সংগ্রহ করতে পারবে দর্শকরা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।