ভিডিও

মুস্তাফিজের বোলিংয়ের প্রশংসায় চেন্নাই

প্রকাশিত: মে ০২, ২০২৪, ০১:০৬ দুপুর
আপডেট: মে ০২, ২০২৪, ০৪:৪৭ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : আইপিএলে চলতি মৌসুমে চেন্নাইয়ের হয়ে শেষ ম্যাচটি খেলে ফেলেছেন মুস্তাফিজ। তবে উইকেটের দেখা পাননি তিনি। এমনকি হেরেছে তার দলও। কিন্তু চেন্নাই ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে মুস্তাফিজের প্রশংসা করেছে।

বুধবার (১ মে) প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬২ রানের পুঁজি পায় চেন্নাই। জবাব দিতে নেমে মাত্র ৩ উইকেট হারিয়ে ১৩ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় পাঞ্জাব। এই হারের ফলে টেবিলের তিনে ওঠা হল না চেন্নাইয়ের। ম্যাচে উইকেট পাননি মুস্তাফিজুর রহমান। ৪ ওভার বোলিং করে দিয়েছেন ২২ রান। তবে একটি মেডেন ওভারও করেছেন দ্য ফিজ। যা এই ফরম্যাটে মহামূল্যবান। আর তার বোলিং স্পেলে মুগ্ধ হয়েছে চেন্নাই।

সামাজিক যোগাযোগমাধ্যমে মুস্তাফিজের ছবি পোস্ট করে লিখেছে, '৪ ওভার, ২২ রান, ১ মেডেন। মুস্তাফিজের স্পেলের প্রশংসা করতেই হবে!' পাঞ্জাব ম্যাচটা সহজেই জিতলেও মুস্তাফিজের করা ম্যাচের ১৫তম ওভারে কোন রান নিতে পারেনি তারা। তবে তার এই মেডেনও শেষ পর্যন্ত কাজে দেয়নি। ম্যাচটি জিতে প্লে-অফে যাওয়ার আশা এখনও বাঁচিয়ে রেখেছে স্যাম কারানের দল।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS