স্পোর্টস ডেস্ক : বরুশিয়া ডর্টমুন্ডের কাছে শেষ চারের লড়াইয়ে প্রথম লেগে ১-০ গোলে হারের পরেও পিএসজি কোচ লুইস এনরিকে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলার ব্যাপারে আশাবাদী। নিকলাস ফুয়েলক্রুগের প্রথমার্ধের একমাত্র গোলে ঘরের মাঠে জয় নিশ্চিত হয় ডর্টমুন্ডের।
পিএসজি কোচ এনরিকে বলেন, ‘এটাই ফুটবল। খুব কম সময়ই এটা দুর্দান্তভাবে শেষ হয়। বেশিরভাগ সময়ই এটার চিত্র ঠিক আজকের মতই হয়। আমরা হয়তো ভিন্ন একটি পরিস্থিতি নিয়ে ম্যাচটি শেষ করতে পারতাম। কিন্তু আমার কাছে মনে হয় পুরো ম্যাচের দিকে তাকালে দেখা যাবে লড়াইটা প্রায় সমান হয়েছে।’
ফরাসি চ্যাম্পিয়নরা ম্যাচে প্রায় বেশিরভাগ সময়ই নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখেছিল। বেশি শট তারা টার্গেটে করেছে। কিন্তু ভাগ্যের জোড়ে গোল পায়নি। কিলিয়ান এমবাপ্পে ও আচরাফ হাকিমির পরপর দুটি শট পোস্টে লেগে ফেরত আসে। লুইস এনরিকে আরো বলেন, ‘চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল ম্যাচ কখনই সহজ হয় না। ড্রেসিং রুমে ছেলেরা কিছুটা হতাশ ছিল। আমরা কিছু সুযোগ পেয়েছি তবে শটগুলো পোস্টে লেগেছে। এই স্টেডিয়ামটি কিছুটা ব্যতিক্রম। কিন্তু আমি নিশ্চিত প্যারিসে আমরা শক্তিশালী ভাবেই ফিরে আসবো। কারণ আমাদের হারানোর আর কিছু নেই। নির্ভার হয়ে খেলাটাই গুরুত্বপূর্ণ।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।