স্পোর্টস ডেস্ক : চলতি বছরের জুনে ৩৭ বছরে পা দেবেন বিশ্বকাপজয়ী লিওনেল মেসি। এ বয়সেও নিজের পায়ের যাদুতে ফুটবল বিশ্বকে মোহিত করে যাচ্ছেন এলএমটেন। যুক্তরাষ্ট্রের নতুন ক্লাবে যোগ দিয়ে পেছনের সারিতে থাকা দলকে দিয়েছেন শিরোপা জয়ের স্বাদ।
চলতি মৌসুমে রয়েছেন দুর্দান্ত ফর্মে। এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হিসেবে শীর্ষস্থান দখল করে আছেন। তার সঙ্গে তাই উড়ছে ক্লাব ইন্টার মায়ামিও। পয়েন্ট টেবিলের শীর্ষস্থান এখনও তাদের দখলে। লিগে দলকে এপ্রিল মাসে রেখেছেন অপরাজিত। এই সময়ে মায়ামি তিনটি ম্যাচে জয়ের বিপরীতে ড্র করেছে একটি ম্যাচে। এই সময়ে মায়ামি প্রতিপক্ষের জালে গোল দিয়েছে ১২টি। যার মধ্যে ১০টিতেই অবদান আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের। ৬টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ৪টি গোল। অসাধারণ এই পারফরম্যান্সের পুরস্কার হাতেনাতে পেয়েছেন মেসি। গত বছর যুক্তরাষ্ট্রের ফুটবলে নাম লেখানোর পর এই প্রথম দেশটির মেজর লিগ সকারের (এমএলএস) মাসসেরার পুরস্কার জিতেছেন তিনি। এমএলএসে চলতি মৌসুমের শুরু থেকেই দারুণ খেলছেন মেসি। কিন্তু মাঝে চোটের কারণে কয়েকটি ম্যাচে খেলতে পারেননি। মিস করেছেন আর্জেন্টিনার জার্সি গায়ে দুটি আন্তর্জাতিক ম্যাচও। চোট কাটিয়ে ফিরেই আবার চেনা ছন্দে আর্জেন্টাইন তারকা। চলতি মৌসুমে সব মিলিয়ে এবারের এমএলএসে এখন পর্যন্ত মেসির গোল ৯টি।
সর্বোচ্চ গোলদাতার তালিকায় মেসির পরেই অবস্থান রিয়েল সল্ট লেকের কলম্বিয়ান ফরোয়ার্ড ক্রিস্তিয়ান আরাঙ্গো ও ডিসি ইউনাইটেডের বেলজিয়ান ফুটবলার ক্রিস্টিয়ান বেনটেকে। উভয়েরই গোল ৮টি করে। তৃতীয় স্থানে রয়েছেন মেসির সতীর্থ উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ ও নিউইয়র্ক রেড বুলসের স্কটিশ ফুটবলার লুইস মরগানের। উভয়ের গোল সংখ্যা ৭টি। এ নিয়ে টানা দুই মাস এমএলএসের মাসসেরার পুরস্কার গেল ইন্টার মায়ামিতে। এর আগে ইন্টার মায়ামির হয়ে পুরস্কারটি জিতেছেন সুয়ারেজ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।