ভিডিও

ডি মারিয়ার সঙ্গে চুক্তির বিষয়ে যা বললেন মায়ামি কোচ

প্রকাশিত: মে ০৪, ২০২৪, ০৪:১৫ দুপুর
আপডেট: মে ০৪, ২০২৪, ০৬:৩২ বিকাল
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির সঙ্গে ইন্টার মায়ামিতে জুটি বেঁধেছেন বার্সেলোনার সাবেক দুই তারকা সার্জিও বুশকেটস ও জোর্দি আলবা। গুঞ্জন ওঠে আর্জেন্টাইন ফরোয়ার্ডের অ্যাঞ্জেল ডি মারিয়াও আমেরিকায় তার ক্লাব সঙ্গী হচ্ছেন। বেনফিকার সঙ্গে এই মৌসুমে চুক্তি শেষে মায়ামিতে পা রাখবেন ম্যানইউ ও রিয়াল মাদ্রিদের সাবেক খেলোয়াড়। এই প্রসঙ্গে প্রশ্ন শুনতে হলো মায়ামি কোচ জেরার্ডো মার্টিনোকেও।

প্যারাগুয়ান রেডিও মনুমেন্টাল এএম ১০৮০- কে আর্জেন্টাইন কোচ বলেছেন, ‘সত্যি হচ্ছে আমার এই সম্পর্কে ধারণা নেই। তবে আমার মনে হয় না আর্থিকভাবে কিংবা বৈধভাবে তাকে আনার মতো অবস্থায় আমরা আছি। অ্যাঞ্জেলকে নিয়ে স্পোর্টস ডিরেক্টরের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও কিছু জানতে পারিনি।’

বেতন নিয়ে বিধিনিষেধের কারণে ডি মারিয়াকে আনা সম্ভব নয় বললেন মার্টিনো, ‘লিগের কিছু আর্থিক বিধিনিষেধ আছে, কিছু সীমাবদ্ধতা আছে। সেই নিয়ম মেনে আমরা কাজ করছি। কিন্তু এই ধরনের ব্যতিক্রমী খেলোয়াড়কে আনার মতো অবস্থা আমি দেখছি না।’



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS