স্পোর্টস ডেস্ক : আল নাসরের হয়ে মৌসুমের চতুর্থ হ্যাটট্রিক করলেন ক্রিস্তিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগে তার নৈপুণ্যে আল ওয়েহদাকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা।
এমন পারফরম্যান্সে লিগে চলমান মৌসুমে ৩২ গোল হয়ে গেছে পর্তুগিজ তারকার। ২০১৮-১৯ মৌসুমের রেকর্ড ৩৪ গোল থেকে আর দুই গোল পিছিয়ে আছেন তিনি। ম্যাচ বাকি এখনও চারটি। সেবার রেকর্ডটি করেছিলেন আব্দের রাজ্জাক হামাদাল্লাহ। রিয়াদে পঞ্চম মিনিটেই প্রথম গোলটি পেয়েছেন রোনালদো। সাত মিনিট পর সাবেক রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেড তারকা তুলে নেন দ্বিতীয় গোল। মার্সেলো ব্রোজোভিচের ক্রস থেকে জাল কাঁপিয়েছেন। দ্বিতীয়ার্ধের শুরুতে পূরণ করে নেন হ্যাটট্রিক।
আল নাসরের টানা সপ্তম জয়ে এটি ছিল রোনালদোর নিখুঁত পারফরম্যান্স। তাতে এই মৌসুমে নিজেকে অন্যভাবে চেনাচ্ছেন তিনি, যার পক্ষে সাক্ষ্য দিচ্ছে এই তথ্য। ২০১৫-১৬ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে তিনি ৫১ গোল করেছিলেন। তারপর এবারই প্রথম সব মিলে ক্লাব পর্যায়ে করলেন ৪৫ গোল! আল নাসরের বিশাল জয়ে তার পর গোল করেছেন রোনালদোর সতীর্থ ওটাভিও, সেনেগাল ফরোয়ার্ড সাদিও মানে এবং মোহাম্মদ আল ফাতিল। এই জয়ে ৯ বারের চ্যাম্পিয়ন আল নাসরের সঙ্গে শীর্ষে থাকা আল হিলালের পয়েন্ট ব্যবধান দাঁড়ালো ৯-এ। ২৯ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে হিলাল শীর্ষে রয়েছে। এক ম্যাচ বেশি খেলা আল নাসর ৭৪ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।