ভিডিও

প্রত্যাশিত জয়ে সিরিজের আরও কাছে বাংলাদেশ

প্রকাশিত: মে ০৫, ২০২৪, ১০:৫৮ রাত
আপডেট: মে ০৫, ২০২৪, ১১:৩২ রাত
আমাদেরকে ফলো করুন

বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেরই যেন পুনরাবৃত্তি দ্বিতীয় ম্যাচে। প্রথম ম্যাচের ১২৩ রানের মতো দ্বিতীয় ম্যাচের ১৩৯ রানের লক্ষ্যও বর্তমান ক্রিকেট প্রেক্ষাপটে তেমন বড় নয়, বিশেষ করে ফ্রাঞ্চাইজি ক্রিকেটের আগমনে এই স্কোরকে নগন্যই ধরা যায়।

বাংলাদেশের কাছেও এই স্কোর সল্পই প্রমাণিত হলো। ১৩৯ রানের লক্ষ্য মাহমুদউল্লাহ রিয়াদ-তাওহীদ হৃদয়ের ব্যাটে চড়ে সহজেই পেরিয়ে গেল টাইগাররা। আর এই জয়ে টি-টোয়েন্টি সিরিজেও ২-০ গোলে এগিয়ে গেল নাজমুল হোসেন শান্তর দল। আজ রোববার (৫ মে) চট্টগ্রামের সাগরিকায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়েকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।

সিকান্দার রাজাদের দলের দেওয়া ১৩৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯ বল হাতে রেখে ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় টাইগাররা। বাংলাদেশের পক্ষে তাওহীদ হৃদয়ের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩৭ রান।

শুক্রবারে হওয়া এর আগের ম্যাচেই ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলকে নেমে দলকে জিতিয়ে আসেন ওপেনার তানজিদ হাসান তামিম। তবে আজকে ছিলেন না নিজের চেনা ছন্দে। প্রথম পাওয়ার প্লের শেষে অ্যান্সলে লোভুর বলে ব্যক্তিগত ১৮ রানে বিদায় নেন তিনি।

তিনে নামা অধিনায়ক নাজমুল হোসেন শান্তও আজ ১৬ রানের বেশি করতে পারেননি। লুক জঙ্গে নিজের দ্বিতীয় ওভার করতে এসে মাত্র ৩ রান খরচায় শিকার করেন জোড়া উইকেট। ওভারের তৃতীয় বলে শান্তকে ফিরিয়ে শেষ ডেলিভারিতে তুলে নেন আজকের ম্যাচে রানে ফেরা লিটন দাসের উইকেট।

জাকের আলি অনিককে আজ ব্যাটিং পজিশন এগিয়ে নামানো হয় পাঁচে। সঙ্গী হিসেবে পান তাওহীদ হৃদয়কে। তবে জাকেরের ব্যাটিং শো এদিন অবশ্য বেশিসময় দেখার সুযোগ পাননি চট্টগ্রামের দর্শকেরা। রিচার্ড এনগারাভার বলের লাইন মিস করে হারিয়েছেন স্টাম্প। ব্যক্তিগত ১৩ রানে জাকের প্যাভিলিয়নের পথ ধরলে বাংলাদেশ ৯৩ রানে হারায় চতুর্থ উইকেট। এরপর বাংলাদেশ ম্যাচের বাকি অংশ শেষ করার দায়িত্ব নেন তাওহীদ হৃদয় আর মাহমুদউল্লাহ রিয়াদ।

তাওহীদ হৃদয় ২৫ বলে ৩৭ রানের ইনিংসে থাকেন অপরাজিত, অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ দলকের জিতিয়ে মাঠ ছাড়েন নামের পাশে ২৬ রান নিয়ে। তাদের দুজনের ব্যাটে চড়ে ৩৯ রানের টার্গেট বাংলাদেশ টপকে গেছে ১৮.৩ ওভারে, মাত্র ৪ উইকেট হারিয়ে।

এর আগে ট্টগ্রামের সাগরিকায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩৮ রান করেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের পক্ষে অভিষিক্ত জোনাথন ক্যাস্পবেল ৪৫ রান করেন। টাইগারদের পক্ষে তাসকিন ও রিশাদ নেন দুইটি করে উইকেট।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS