স্পোর্টস ডেস্ক : প্রিমিয়ার লিগের ৩৬তম ম্যাচে টটেনহ্যাম হটস্পারেকে ৪-২ গোলে হারিয়েছে লিভারপুল। এতে ৫ ম্যাচে প্রথম জয়ের দেখা পেল অলরেডরা। এই জয়ে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে কাগজে কলমে টিকে থাকলো সালাহরা।
ঘরের মাঠে শুরু থেকেই আধিপত্য ধরে রেখে খেলতে থাকে লিভারপুল। ১৬ মিনিটে চলিত মৌসুমে সালাহ তার ১৮তম লিগ গোল করে লিভারপুলকে এগিয়ে দেন। এগিয়ে গিয়েও থামেনি লিভারপুল। বেশ কয়েকটি আক্রমণ চালায় তারা। প্রথমার্ধের শেষ মিনিটে গিয়ে আরও একটি গোল পায় ক্লাবটি। সালাহর প্রথম প্রচেষ্টা গোলরক্ষক ফিরিয়ে দিলেও ফিরতি শটে জাল খুঁজে নেন অ্যান্ড্রু রবার্টসন। দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় লিভারপুল। এলিয়টের ক্রসে হেডে গোলটি করেন ডাচ ফরোয়ার্ড কোডি গ্যাকপো। ৯ মিনিট পর ব্যবধান আরও বাড়িয়ে নেন এলিয়ট। সালাহ থেকে পাওয়া পাস বক্স থেকে বাঁকানো শটে জালে পাঠান তিনি।
চার গোলে পিছিয়ে পড়ার পর টটেনহ্যাম পাল্টা জবাবে দুটি গোল শোধ দেয়। ৭২ মিনিটে ব্যবধান কমান রিচার্লিসন। পাঁচ মিনিট পর সন হিউং মিনের গোলে ব্যবধান আরও কমে টটেনহ্যামের। তবে হার এড়াতে পারেনি স্পাররা। লিগে শেষ চারটি ম্যাচ হেরে তারা টেবিলের পঞ্চম স্থানে। তাদের চেয়ে ৭ পয়েন্ট বেশি নিয়ে চার নম্বরে ৩৬ ম্যাচ খেলা অ্যাস্টন ভিলা।এই জয়ে ৩৬ ম্যাচে ২৩ জয় ও ৯ ড্রয়ে ৭৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে লিভারপুল। ম্যানচেস্টার সিটি ৮২ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। ৩৬ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।