স্পোর্টস ডেস্ক : ১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের যৌথ আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। আর ওয়েস্ট ইন্ডিজেই বিশ্বকাপে জঙ্গি হামলার হুমকির তথ্য পেয়েছে ক্যারিবিয়ান কর্তৃপক্ষ। হুমকি দিয়েছে উত্তর পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী প্রো ইসলামি স্টেট (দায়েশ)।
ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী মূলত প্রো ইসলামিক স্টেটের (দায়েশ) মিডিয়া গ্রুপ নাশির পাকিস্তানের মাধ্যমে এই হুমকির খবরটি জানা গেছে। সোশ্যাল মিডিয়ায় নাশির ই পাকিস্তান আবার ওই জঙ্গি সংগঠনটির প্রোপাগান্ডা চ্যানেল। রিপোর্টে আরও জানানো হয়েছে, প্রো-ইসলামিক স্টেটের মিডিয়া সোর্সগুলো বিভিন্ন ভিডিও ক্যাম্পেইন চালু করেছে। খেলার মাঠে বিভিন্ন সময় যেসব নাশকতার ঘটনা ঘটেছে, সেগুলোই সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। সংগঠনটির আফগানিস্তান-পাকিস্তান শাখার ভিডিও বার্তাও যুক্ত রয়েছে তাতে। সেখানে নিজ দেশের হয়ে এই লড়াইয়ে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।
হুমকির এই পর্যায়ে সতর্ক রয়েছে ক্যারিবিয়ান কর্তৃপক্ষ। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাহী জনি গ্রেভস অবশ্য সবাইকে আশ্বস্ত করে বলেছেন, ‘আমরা আয়োজক দেশ ও শহরে কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছি। পাশাপাশি টুর্নামেন্টে যেকোনো ঝুঁকি প্রশমনে উপযুক্ত পরিকল্পনা নিশ্চিত করতে নিয়মিতভাবে বৈশ্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও মূল্যায়ন করছি।’ত্রিনিদাদ ডেইলি এক্সপ্রেস তাদের প্রধানমন্ত্রী কেইথ রাওলির বরাত দিয়ে জানিয়েছে, সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলো বিশ্বকাপে এই জঙ্গি হামলা প্রতিরোধে সম্ভাব্য সব পদক্ষেপ নিতে কাজ করছে। তারা আরও জানিয়েছে, বারবাডোজের আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তারা সম্ভাব্য হুমকির বিষয়ে কড়া নজরও রাখছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।