ভিডিও

এক ম্যাচে ৮ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন রাজা

প্রকাশিত: মে ০৬, ২০২৪, ১০:৫৭ রাত
আপডেট: মে ০৭, ২০২৪, ১২:৪৫ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের লিস্ট 'এ' ক্রিকেটে ইতিহাসগড়া বোলিং করলেন প্রাইম ব্যাংকের পেসার রেজাউর রহমান রাজা। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে আজ সোমবার (৬ মে) ২৩ রানে একাই ৮ উইকেট শিকার করেন এই বোলার।

৫০ ওভারের ম্যাচে যে কোনো পর্যায়েই দেশের সেরা বোলিংয়ের রেকর্ড এটি। রাজার আগে এই পর্যায়ে দেশের সেরা বোলিং ফিগার ছিল ইয়াসিন আরাফাতের। ২০১৮ সালে আবাহনীর বিপক্ষে ৪০ রানে ৮ উইকেট নিয়েছিলেন গাজী গ্রুপের হয়ে খেলা এই পেসার।

বাংলাদেশের লিস্ট 'এ' ক্রিকেটে ৮ উইকেট শিকারের ঘটনা এই দুটি-ই। ৭ উইকেট আছে আব্দুর রাজ্জাক, আবু হায়দার রনি এবং সাকলাইন সজিবের। আর লিস্ট 'এ' ক্রিকেটে বিশ্বরেকর্ড বোলিং ফিগার ১০ রানে ৮ উইকেট। ২০১৮ সালে রাজস্থানের বিপক্ষে ঝাড়খন্ডের হয়ে এই বোলিং ফিগারের জন্ম দেন ভারতের বাঁহাতি স্পিনার শাহবাজ নাদিম।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS