ভিডিও

সূর্যকুমারের সেঞ্চুরিতে জয় মুম্বাইয়ের

প্রকাশিত: মে ০৭, ২০২৪, ০১:০৪ দুপুর
আপডেট: মে ০৭, ২০২৪, ০১:০৪ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে জিততে দরকার ছয় রান, বল বাকি ১৭টি! মুম্বাই ইন্ডিয়ান্সের জয় তখন সময়ের ব্যাপার। তারপরও ম্যাচে উত্তেজনা। সূর্যকুমার যাদব সেঞ্চুরি থেকে যে ৪ রান দূরে! টি-টোয়েন্টির শীর্ষ ব্যাটার রাজকীয় সমাপ্তি টানলেন। টি নটরাজনের নিচু ফুল টস বল ডিপ এক্সট্রা কাভার দিয়ে উড়িয়ে মারলেন। ড্রেসিংরুমে তখন আনন্দের জোয়ার। ওই ছয়ে সূর্যকুমার সেঞ্চুরি উদযাপন করলেন এবং চার ম্যাচ পর জয়ের দেখা পেলো মুম্বাই।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে সূর্যকুমারের দুর্দান্ত ব্যাটিংয়ে আধিপত্য দেখিয়ে ফর্মে থাকা হায়দরাবাদকে হারালো মুম্বাই। ৭ উইকেটের জয়ে পয়েন্ট টেবিলের তলানি থেকে উঠে নবম স্থানে পাঁচবারের সাবেক চ্যাম্পিয়নরা। আর হায়দরাবাদ আগের ১২ পয়েন্টে চতুর্থ স্থানে।

সন্ধ্যার ম্যাচের শুরুতে ট্র্যাভিস হেড আগ্রাসী ব্যাটিংয়ে হায়দরাবাদকে ভালো শুরু এনে দেন। অভিষেক শর্মার সঙ্গে তার ৫৬ রানের ওপেনিং জুটি ভাঙার পর সফরকারীরা বিপাকে পড়ে। হার্দিক পান্ডিয়া ও পিযুষ চাওলা বল হাতে তিনটি করে উইকেট নিয়ে হায়দরাবাদকে চেপে ধরেন। ১৩৬ রানে ৮ উইকেট হারায় ২০১৬ সালের চ্যাম্পিয়নরা। হায়দরাবাদের আইপিএল ইতিহাসে প্যাট কামিন্স ও সানভির সিংয়ের গড়া নবম উইকেটে ৩৭ রানের রেকর্ড সর্বোচ্চ জুটি স্বস্তি ফেরায়। ৮ উইকেটে ১৭৩ রান করে দলটি। হায়দরাবাদের ওপেনার হেড ৪৮ রানের সেরা ইনিংস খেলেন। তারপর কামিন্সের ১৭ বলে দুটি করে চার-ছয়ে সাজানো ৩৫ রানের অপরাজিত ইনিংস ছিল দ্বিতীয় সর্বোচ্চ।

লক্ষ্যে নেমে ৩১ রানের মধ্যে ইশান কিষাণ, রোহিত শর্মা ও নামান ধীর বিদায় নিলে অস্বস্তিতে পড়ে যায় মুম্বাই। সেটা সহজেই কাটিয়ে ওঠে তারা সূর্যকুমার ও তিলক ভার্মার জুটিতে। চতুর্থ উইকেটে দুজনে মিলে ১৪৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। সূর্যকুমার তার সেঞ্চুরি করেছেন ৫১ বল খেলে। ১২ চার ও ৬ ছয়ে ১০২ রানে অপরাজিত ছিলেন তিনি। তার সঙ্গে তিলক খেলেন ৩৭ রানের ঝলমলে ইনিংস। ৩ উইকেটে ১৭৪ রান করে মুম্বাই।   



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS