ভিডিও

মোস্তাফিজের পর চেন্নাই ছাড়লো পাথিরানাও 

প্রকাশিত: মে ০৭, ২০২৪, ০২:০৪ দুপুর
আপডেট: মে ০৭, ২০২৪, ০২:০৪ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : চেন্নাইকে হতাশায় ডুবিয়ে মাথিশা পাথিরানার আইপিএল যাত্রা এবারের জন্য শেষই হয়ে গেল। ২০২৪ সালের আইপিএলে আর দেখা যাবে না শ্রীলঙ্কান এই পেসারের অদ্ভুতুড়ে বোলিং অ্যাকশন। হ্যামস্ট্রিং চোটে পড়ে দেশে ফিরে গিয়েছিলেন। সেখান থেকে আর চেন্নাই শিবিরে আসা হচ্ছে না। এরই মাধ্যমে নিজেদের ডেথ ওভার স্পেশালিস্ট বোলারদের দু’জনকেই হারাল চেন্নাই।

চেন্নাই সুপার কিংসের পেস বোলিং লাইনআপ এবার সাজানো হয়েছিল মুস্তাফিজুর রহমান এবং মাথিশা পাথিরানাকে নিয়ে। চিপাকে ঘরের মাঠে চেন্নাই যে দুর্গ গড়ে তুলেছিল গত ১৭ বছর ধরে, সেই দুর্গের প্রধান দুই ভরসা ছিলেন এই পেসার জুটি। মুস্তাফিজ গত ২ মে দেশে ফিরেছেন জিম্বাবুয়ে সিরিজে অংশ নিতে। এরপরেই পাথিরানা পড়েন ইনজুরিতে। ১ মে চেন্নাইয়ের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন ফিজ। সেই ম্যাচেও ছিলেন না পাথিরানা। পরে জানা গেল চোটের কারণে নিজের দেশে ফিরেছেন তিনি। এবার নিজ দেশে বসেই টুইটে চেন্নাই সুপার কিংসকে চলতি বছরের জন্য বিদায় জানিয়ে দিলেন পাথিরানা।

সংক্ষিপ্ত এই টুইটে পাথিরানা লিখেছেন, ‘বিদায় নেয়াটা কঠিন, এখন চেন্নাইয়ের ড্রেসিংরুমে আইপিএল শিরোপা দেখাই আমার একমাত্র ইচ্ছা। চেন্নাই থেকে যে ভালোবাসা পেয়েছি, দল থেকে যে আশীর্বাদ পেয়েছি তার জন্য কৃতজ্ঞতা।’
এবারের আইপিএলটা বেশ দারুণই কাটিয়েছেন পাথিরানা। ৬ ম্যাচে নিয়েছেন ১৩ উইকেট। ওভারপ্রতি রান দিয়েছেন মোটে ৭.৬৮। উইকেট নিয়েছেন ১৩ গড়ে। অন্যদিকে মুস্তাফিজ ৯ ম্যাচে নিয়েছিলেন ১৪ উইকেট। দলের দুই শীর্ষ বোলারকে একসঙ্গে হারিয়ে বেশ বড় ধাক্কাই খেতে হচ্ছে চেন্নাইকে। যদিও তাদের ছাড়াই নিজেদের শেষ ম্যাচে জয় তুলে নিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS