ভিডিও

ঘরের মাঠে হোয়াইটওয়াশই হলো বাংলাদেশ

প্রকাশিত: মে ০৯, ২০২৪, ০৭:১৩ বিকাল
আপডেট: মে ১০, ২০২৪, ১২:২১ রাত
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : টানা চার ম্যাচে হেরে আগেই সিরিজ হাতছাড়া হয়েছিল বাংলার নারীদের। আজকের ম্যাচটি তাদের জন্য ছিল কেবলই মর্যাদা রক্ষার। ঘরের মাঠে তারও পারেনি টাইগ্রেসরা। ৫ ম্যাচের সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ২২ রানে হেরে হোয়াইটওয়াশ হলো জ্যোতিরা।


আজ বৃহস্পতিবার (৯ মে) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ২৮ বলে ৩৭ রান করেন হেমলতা। জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৫ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ বলে ৩৭ রান করেছেন রিতু মণি। রিতুর বিদায়ের পর ক্রিজে আসা রাবেয়া খাতুনকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যান শরিফা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করতে সক্ষম হয় বাংলাদেশ। ২১ বলে ২৮ রানে অপরাজিত থাকেন শরিফা। ভারতের পক্ষে রাধা যাদব নেন ৩টি উইকেট।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS