ভিডিও

মিরপুরে অসিম জাওয়াদের স্মরণে এক মিনিটের নীরবতা

প্রকাশিত: মে ১০, ২০২৪, ০৯:১৩ রাত
আপডেট: মে ১১, ২০২৪, ১০:৫০ দুপুর
আমাদেরকে ফলো করুন

লম্বা সময় পর মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। জিম্বাবুয়ের বিপক্ষে চলতি টি-টোয়েন্টি সিরিজে চট্টগ্রাম পর্ব শেষ করে সিরিজের শেষ দুই ম্যাচ বাংলাদেশ দল খেলেবে নিজেদের হোম অব ক্রিকেটে। সিরিজের ৪র্থ এবং মিরপুরের প্রথম টি-টোয়েন্টিতে এরইমধ্যে টস হেরে ব্যাটিং করছে নাজমুল হোসেন শান্তর দল।

তবে টাইগাররা ব্যাটিংয়ে নামার আগে মিরপুরের মাঠ জুড়ে ছিল শোকের আবহ। বৃহস্পতিবার (১০ মে) চট্টগ্রামের পতেঙ্গায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত হওয়া পাইলট অসিম জাওয়াদের স্মরণে এক মিনিটের নীরবতা পালন করে বাংলাদেশ এবং জিম্বাবুয়ে ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে ম্যাচের আগেই বিষয়টি নিশ্চিত করে পোস্ট দেয়।

বিসিবির দেওয়া অফিসিয়াল সেই বার্তায় বলা হয়, গতকাল চট্টগ্রামে বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার মোহাম্মদ অসিম জাওয়াদের বিমান দুর্ঘটনায় অকাল মৃত্যুতে শহীদ এই বীরের প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে, মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচের আগে বিসিবি এক মিনিটের নীরবতা পালন করবে।

উল্লেখ্য, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বিমানবাহিনীর ইয়াক-১৩০ প্রশিক্ষণ যুদ্ধবিমানটি ‘যান্ত্রিক ত্রুটির কারণে’ দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনার পর ওই দুজনকে উদ্ধার করে জহুরুল হক ঘাঁটির মেডিকেলে নেওয়া হয়। সেখানে দুই ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান পাইলট স্কোয়াড্রন লিডার অসিম জাওয়াদ। আহত অপর বৈমানিক উইং কমান্ডার সুহান চিকিৎসাধীন সেখানে।

এদিকে আজ শুক্রবার (১০ মে) বিকেল ৩টার দিকে মানিকগঞ্জ জেলা শহরের সেওতা কবরস্থানে নিহত পাইলট অসিম জাওয়াদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

নিহত অসিম জাওয়াদের গ্রামের বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়নের গোপালপুর গ্রামে। তিনি ওই গ্রামের ডা. মোহাম্মদ আমানউল্লার ছেলে। তার মায়ের নাম নিলুফা খানম। মা ছিলেন সাভার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক। নিহত পাইলট অসিম মৃত্যুকালে স্ত্রী, ছয় বছর বয়সী কন্যা আইজা ও এক পুত্র সন্তান রেখে গেছেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS