ভিডিও

দ্রুত অলআউটের ব্যাখ্যা জানালেন সৌম্য

প্রকাশিত: মে ১১, ২০২৪, ১০:৪৯ দুপুর
আপডেট: মে ১১, ২০২৪, ০৩:৩০ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে এসেও জয় তুলে নিয়েছে বাংলাদেশ দল। গতকাল মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে জিম্বাবুয়েকে ৫ রানে হারিয়েছে টাইগাররা। তবে ব্যাটিং নিয়ে এই ম্যাচেও ছিল চরম অস্বস্তি। কেননা ওপেনিং জুটি থেকে ১০১ রান তোলার পরেও ১৪৩ রানে অলআউট হয় দল। শেষ ৪২ রান তুলতে চলে যায় ১০ উইকেট।

দ্রুত ১০ উইকেট হারানোর ব্যাখা দিয়েছেন সৌম্য। ম্যাচ শেষে এই ওপেনার বলেন, ‘প্রথম দিকে আমি আর তামিম যখন ব্যাট করছিলাম নতুন বলে একটু ভালো ছিল। বলটা ব্যাটে আসছিল। হঠাৎ বলটা একটু পুরোনো হওয়ার পর একটু ডাবল পেস, একটু আপস এন্ড ডাউন করছিল।’

‘প্রথম দিকে হয়তো সবাই এটা বুঝতে ভুল করেছে যে...আমরা বলছি প্রথমে আমাদের দেখে যেমন মনে হয়েছিল উইকেট ১৭০-১৮০ এর; হঠাৎ যখন বলটা একটু পুরোনো হয়েছে। তখন একটু আপস এন্ড ডাউন, স্লো হচ্ছিল। সবাই একটু তাড়া-হুড়ো করতে গিয়ে অ্যাটাকিং মুডে চলে গেছে, এটা হয়তো ভুল করেছে আমার মনে হয়েছে। ’-যোগ করেন সৌম্য।

আরও একবার সৌম্য মনে করিয়ে দিলেন ক্রিকেট জুটির খেলা। তিনি বলেন, 'টি-টোয়েন্টি জিনিসটাই এমন যে, প্রতি বলে পরিস্থিতি বদলে যেতে পারে। কিন্তু আমরা যেভাবে খেলেছি- তামিম আর আমি। আমরা আউট হওয়ার পর তাওহীদ কিন্তু সেভাবেই ব্যাটিং করেছিল। সেই সময়টা স্পিনাররাও যখন বল করছিল, আমার মনে হয় ওরা ভালো জায়গায় বল করেছে। আমরা হয়তো আরেকটু সোজা ব্যাটে খেললে ভালো হতো। সেখান থেকে কেউ যদি ১০ বা ১৫ রানের জুটি গড়তো তাহলে হয়তো শেষের দিকে গিয়ে আরেকটু ভালো হতো।'

শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন সৌম্য সরকার। সেই চোটে দীর্ঘদিন দলের বাইরে ছিলেন এই ওপেনার। এমনকি অনিশ্চিত হয়ে পড়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে তার খেলাও। তবে সেসব শঙ্কা উড়িয়ে জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে গতকাল মাঠে নামেন সৌম্য। দলের হয়ে ইনিংস ওপেন করতে নেমে করেছেন ৪১ রান।ম্যাচে ৫ রানের জয়ের পর সংবাদ সম্মেলনে এসে নিজের ইনজুরি নিয়ে সৌম্য বলেন, 'ফিট হওয়ার জন্য আমি শতভাগ কাজ করেছি। আরো কিছু ম্যাচ পেলে ভালো হতো। ডাক্তাররা যেটা ভালো মনে করেছে সেটাই, আজকে ভালো অনুভব করেছি।'

বাংলাদেশ দলের তারকা এই খেলোয়াড় সাংবদিকদের আরোও বলেছেন-জিম্বাবুয়ের বিপক্ষে কষ্ট করে জিতলেও, জয়ের অভ্যাসই গুরুত্বপূর্ণ, 'ম্যাচ জেতাটা সবসময়ই খুশির। এটা সবারই অনুভব করা উচিত। কীভাবে জিতেছি তার চেয়ে জেতার অভ্যাসটা গুরুত্বপূর্ণ। অনেক সময় দলের বিভিন্ন রকম পরিকল্পনা থাকে। সামনে বিশ্বকাপ আছে ভিন্ন ভিন্ন পরিকল্পনা করে দেখা হয় কোনটা আমাদের জন্য ভালো।'চলতি সিরিজে একাধিক ম্যাচে জিম্বাবুয়ের ৫ বা তার বেশি উইকেট হারানোর পর বড় জুটি গড়ে উঠছে। এ নিয়ে সৌম্য বললেন, 'সবসময় এমন হলে এটা তো চিন্তার। আমাদের বোলাররা আরো পরিকল্পনা করছে কিভাবে ভালো করা যায়। বোলারদের আরো ভালো লাইনে বল করতে হবে।'



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS