ভিডিও

দেশের হয়ে খেলতে নেমেই ম্যাচসেরা মুস্তাফিজ

প্রকাশিত: মে ১১, ২০২৪, ০১:৫৮ দুপুর
আপডেট: মে ১১, ২০২৪, ০১:৫৮ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : এবারের আইপিএল থেকে ফিরে গতকাল প্রথমবার বাংলাদেশের জার্সিতে মাঠে নামেন মুস্তাফিজ। দলের জয়ে বড় অবদান রেখে হয়েছেন ম্যাচ সেরা খেলোয়াড়।

চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে গতকাল চার ওভার বোলিং করে দিয়েছেন ১৫টি ডট। ডটের সঙ্গে নিয়েছেন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট। ম্যাচ শেষে ব্রডকাস্টার চ্যানেলকে মুস্তাফিজ জানালেন সবসময় এভাবেই দলে অবদান রাখতে চান। মুস্তাফিজ বলেন, 'আমি সবসময় দেশের জন্য ভালো খেলতে চেয়েছি। আমি যেখানেই খেলি সেটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট হোক কিংবা জাতীয় দল- আমার লক্ষ্য ভালো ক্রিকেট খেলা। জাতীয় দল তো সবার আগে। উইকেট কিছুটা স্লো ছিল। সত্যি বলতে আমার পরিকল্পনা বাস্তবায়ন করতে এটা আমাকে সাহায্য করেছে।'



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS