স্পোর্টস ডেস্ক : এমবাপ্পের পিএসজি ছাড়ার নানা গুঞ্জনের পর এবার নিজেই জানালেন সে খবর। এক ভিডিয়ো বার্তায় প্রথমবার নিজ মুখে পিএসজিকে বিদায়ের কথা নিশ্চিত করেন তিনি। এবার নতুন কোনও দেশের নতুন ক্লাবে পা রাখার পালা।
২৫ বছর বয়সী স্ট্রাইকার বলেছেন, ‘আমি সবসময় বলেছি, সময় হলেই আমি আপনাদের সঙ্গে কথা বলবো। পিএসজিতে এটাই আমার শেষ বছর। আমি আর চুক্তির মেয়াদ বাড়াচ্ছি না। কয়েক সপ্তাহের মধ্যে এই অভিযান শেষ হতে যাচ্ছে।’ এমবাপ্পে আবেগঘন কণ্ঠে আরও বলেছেন, ‘অনেক আবেগের ব্যাপার এটা। বহু বছর যেখানে আমি খেলার সুযোগ পেয়েছি এবং সবচেয়ে বড় ও বিশ্বের অন্যতম সেরা ক্লাবের সদস্য হতে পারা ছিল দারুণ সম্মানের। এই ক্লাবেই অনেক চাপ নেওয়ার প্রথম অভিজ্ঞতা হয়েছে, খেলোয়াড় হিসেবেও এখানেই আমি উন্নতি করেছি, ইতিহাসের কিছু সেরা ও চ্যাম্পিয়ন খেলোয়াড়ের পাশে খেলেছি। অনেক মানুষের সঙ্গে দেখা হয়েছে, মানুষ হিসেবেও বেড়ে উঠেছি। যে গৌরবের অংশ হয়েছি এবং ভুল করেছি, তাও একটা দারুণ সম্মানজনক।’
পিএসজিতে পাওয়া কোচ উনাই এমেরি, থমাস টুখেল, মাউরিসিও পচেত্তিনো, ক্রিস্টোফে গালটিয়ের ও লুইস এনরিকে এবং ক্লাবের স্পোর্টিং ডিরেক্টরদের প্রতি কৃতজ্ঞতা জানান এমবাপ্পে। তিনি আরও যোগ করেছেন, ‘মাঠের বাইরে ঘরে যাওয়া নানা ঘটনা, ক্লাবকে ঘিরে মাঝেমধ্যে ওঠা হইচইয়ের পরও কিছু সত্যিকারের ক্লাবপ্রেমী আছেন, যারা এই ক্লাবকে রক্ষা করেছেন এবং উঁচু স্থানে নিয়েছেন। এটা দারুণ। আমি জানি এইসব ভক্তরা যতদিন থাকবেন, ততদিন ক্লাব সুরক্ষিত থাকবে।’
পিএসজি ছাড়ার ঘোষণা দেওয়ার অনুভূতিও ব্যক্ত করেছেন এমবাপ্পে, ‘এটা কঠিন। আমি কখনও ভাবিনি যে এটা ঘোষণা করা এত কষ্টের হবে, আমার দেশ ফ্রান্স ছেড়ে যাওয়া, লিগ ওয়ান চ্যাম্পিয়নশিপ, যেটা আমার অনেক পরিচিত। কিন্তু আমি মনে করি সাত বছর পর এটা, এই নতুন চ্যালেঞ্জ আমার দরকার।’
২০১৮ সালে মোনাকো থেকে পিএসজিতে যোগ দেন এমবাপ্পে। এই ছয় বছরে ২৫৫ গোল ও ১০৮ অ্যাসিস্টে রেখেছেন অবদান। পিএসজি’র জার্সিতে ছয়টি লিগ শিরোপা জিতেছেন তিনি, পাশাপাশি তিনটি ফ্রেঞ্চ কাপ, দুটি লিগ কাপ ও চারটি ফ্রেঞ্চ সুপার কাপ ট্রফি হাতে নিয়েছেন। আগামী রবিবার পার্ক দে প্রিন্সেসে তুলোর মুখোমুখি হবে পিএসজি। প্যারিস ক্লাবের জার্সিতে এমবাপ্পের শেষবার ঘরের দর্শকদের সামনে খেলবেন। আর পিএসজির হয়ে তার শেষ ম্যাচ হবে ১৫ মে ফরাসি কাপের ফাইনালে লিওঁর বিপক্ষে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।