স্পোর্টস ডেস্কঃ পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথমবার কোনো দলকে হোয়াইটওয়াশ করার হাতছানি বাংলাদেশের সামনে। সেই অভিযানে রোববার জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। খেলা শুরু হয়েছে সকাল ১০টায়। বিশ্বকাপের আগে ঘরের মাঠে এটিই বাংলাদেশের শেষ ম্যাচ। এর আগে দুটি পাঁচ ম্যাচের সিরিজ খেলেছে বাংলাদেশ। কোনোটিতেই সব ম্যাচ জিততে পারেনি তারা। এবার জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচে জয় পেলে এই সংস্করণে দ্বিতীয়বার টানা পাঁচ ম্যাচ জয়ের স্বাদ পাবে স্বাগতিকরা।
সিরিজের প্রথম চার ম্যাচ জিতলেও ব্যাটিং নিয়ে দুর্ভাবনার জায়গা রয়েই গেছে। চট্টগ্রামে টপ-অর্ডারের ব্যর্থতায় দায়িত্ব নেন মিডল অর্ডারের ব্যাটসম্যানরা। মিরপুরে চতুর্থ টি-টোয়েন্টিতে দুই ওপেনার রান করলেও নাটকীয় ধস নামে মিডল-অর্ডারে।
হোয়াইটওয়াশের অভিযানে একাদশে তিন পরিবর্তন করল বাংলাদেশ। বাইরে রাখা হলো তাসকিন আহমেদ, তানজিম হাসান ও তানভির ইসলামকে। তাদের জায়গায় এলেন মাহমুদউল্লাহ, শেখ মেহেদি হাসান ও মোহাম্মদ সাইফ উদ্দিন। ফলে এই ম্যাচের একাদশে পেসারশুধু দুজন মুস্তাফিজুর রহমান ও সাইফ উদ্দিন। দলের প্রয়োজনে অবশ্য মিডিয়াম পেস বোলিং করতে পারেন সৌম্য সরকার। স্পিন বিভাগে আছেন সাকিব আল হাসান, রিশাদ হোসেন ও শেখ মেহেদি হাসান।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান, সৌম্য সরকার, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি, রিশাদ হোসেন, মাহমুদউল্লাহ, শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান।টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
চোটের কারণে শেষ ম্যাচের একাদশে একটি পরিবর্তন আনল জিম্বাবুয়ে। বাঁহাতি পেসার রিচার্ড এনগারাভার জায়গায় এলেন শন উইলিয়ামসন।
জিম্বাবুয়ে একাদশ: সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, শন উইলিয়ামস, টাডিওয়ানাশে মারুমানি, ক্লাইভ মাডান্ডে, লুক জঙ্গুয়ে, রায়ান বার্ল, ফারাজ আকরাম, জোনাথান ক্যাম্পবেল, ব্লেসিং মুজারাবানি, ওয়েলিংটন মাসাকাদজা।
মিরপুরে আরও একবার কয়েনভাগ্যকে পাশে পেলেন সিকান্দার রাজা। টানাটস জিতে টানা তৃতীয়বার বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানালেন জিম্বাবুয়ে অধিনায়ক। নাজমুল হোসেন শান্ত বলেছেন, টসের সিদ্ধান্ত নিয়ে আপত্তি নেই তার। আগে ব্যাটিংয়ে খুশি বাংলাদেশ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।