স্পোর্টস ডেস্ক : গত সপ্তাহেই লিগ শিরোপা নিশ্চিত করেছে পিএসজি। তবে রোববার ঘরের মাঠে দুর্বল তুলুজের কাছে ৩-১ গোলে হেরে গেছে এমবাপ্পের দল।
পার্ক দে প্রিন্সেসে শুরুতে দাপট ছিল পিএসজি’র। ম্যাচের ৮ মিনিটেই এমবাপ্পের গোলে লিড পায় পিএসজি। তবে সমতায় ফিরতে বেশি সময় নেয়নি তুলুজ। ১৩ মিনিটে তুলুজকে সমতায় ফেরান থিজস ডালিঙ্গা। এই সমতাতেই শেষ হয় প্রথমার্ধ । দ্বিতীয়ার্ধে চলতে থাকে আক্রমণ-পাল্টা আক্রমণ। তবে গোলের দেখা পাচ্ছিল না এমবাপ্পেরা। উল্টো ম্যাচের ৬৮ মিনিটে আরেক গোল হজম করে পিছিয়ে পড়ে পিএসজি। তুলুজের হয়ে গোল করেন ইয়ান গবোহো। আর ম্যাচের বাড়ানো সময়ের পঞ্চম মিনিটে ফ্রাঙ্ক মাগ্রি তুলুজের জয় নিশ্চিত করেন।
যদিও এই হারে কোন ক্ষতি হয়নি পিএসজি’র। ৩২ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই রয়েছে তারা। ৩৩ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে দুইয়ে মোনাকো। আর ৩৩ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে টেবিলের দশে তুলুজ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।