কিছুদিন আগে এমবাপ্পে নিজেই নিশ্চিত করেছেন ক্লাব ছাড়ার কথা। যদিও তার পরবর্তী ক্লাব কোনটি তা জানাননি। তবে নানান গুঞ্জনে শোনা যাচ্ছে, রিয়াল মাদ্রিদ হতে পারে এমবাপ্পের পরবর্তী গন্তব্য। তার আগে চলতি মৌসুমে লিগ ওয়ানের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন এমবাপ্পে। আগামী মৌসুমে নিজের নতুন অধ্যায়ের শুরু করার অপেক্ষায় ফরাসি এই স্ট্রাইকার।
২০২৩-২৪ মৌসুমটা লিগে দুর্দান্ত কাটিয়েছেন এমবাপ্পে। তার দলও কোন প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই লিগ শিরোপা জিতেছে। লিগে পুরো মৌসুমজুড়ে দারুণ পারফর্ম করায় আরও একবার লিগ ওয়ানের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এমবাপ্পে। প্যারিসে সোমবার (১৩ মে) রাতে এক অনুষ্ঠানে ২০২৩-২৪ মৌসুমেও লিগ ওয়ানের সেরা খেলোয়াড় হিসেবে ২৫ বছর বয়সী এই তারকার নাম ঘোষণা করা হয়। লিগ ওয়ানের মৌসুম সেরা পুরষ্কার পাওয়ার পর এমবাপ্পে জানালেন, ভবিষ্যৎ নিয়ে রোমাঞ্চিত তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।