স্পোর্টস ডেস্ক : তিন বছর পর এবার আটলান্টাকে হারিয়ে কোপা ইতালিয়া চ্যাম্পিয়ন হয় জুভেন্টাস। কিন্তু শিরোপা জয়ের দু’দিন পরই কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রিকে বরখাস্ত করেছে ক্লাব কর্তৃপক্ষ।
সিরি-আ’তে এখনও দুই ম্যাচ বাকি জুভেন্টাসের। কিন্তু এই দুই ম্যাচ এমনিতেই জুভদের ডাগআউটে দাঁড়াতে পারবেন না তিনি। বুধবার কোপা ইতালিয়ার ফাইনালে বাজে আচরণের জন্য দুই ম্যাচের জন্য অ্যালেগ্রিকে নিষিদ্ধ করেছে ইতালি ফুটবল ফেডারেশন। আটলান্টার বিপক্ষে ১-০ গোলে জয়ী ম্যাচের একেবারে শেষ মুহূর্তে অ্যালেগ্রি মেজাজ হারিয়ে ফেলেন। রেফারির একটি সিদ্ধান্ত মানতে না পেরে নিজের জ্যাকেট খুলে ফেলেন। রেফারির সঙ্গে উচ্চবাচ্যে ঝগড়ায় লিপ্ত হন। যে কারণে অ্যালেগ্রিকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বহিষ্কারও করা হয়।
জুভেন্টাস এক বিবৃতিতে জানিয়েছে, অ্যালেগ্রি যে আচরণ প্রদর্শন করেছেন মাঠে, তা তাদের মূল্যবোধের সঙ্গে যায় না। এ কারণেই মূলত তাকে বরখাস্ত করা হয়। বিবৃতিতে জুভেন্টাস বলেছে, ‘কোপা ইতালিয়া ফাইনালের সময় এবং পরে অ্যালেগ্রির কিছু আচরণের কারণেই মূলত আমরা তাকে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছি। তার আচরণগুলো আমাদের ক্লাবের মূল্যবোধের সঙ্গে যায় না। তিনি যে আচরণ প্রদর্শন করেছেন, তা ক্লাবকে প্রতিনিধিত্ব করে না। এটা সম্পূর্ণই তার নিজের।’
বাজে আচরণ প্রদর্শন করা প্রথমে দুই ম্যাচ নিষিদ্ধ, এরর ক্লাব থেকে বহিষ্কার হন অ্যালেগ্রি। একই সঙ্গে সিরি-আ লিগের শৃঙ্খলা কমিটির বিচারক কর্তৃক তাকে ৫৪০০ ডলার জরিমানা করা হয়। সিরি-আর সিদ্ধান্ত জানাতে গিয়ে বিচারক বলেন, ‘অ্যালেগ্রি খুব আক্রমণাত্মক আচরণ করেছেন। অসম্মানজনক শব্দ ব্যবহার করেছেন তিনি। একই সঙ্গে রেফারির দিতে বাজে অঙ্গভঙ্গিও প্রদর্শন করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।