ভিডিও

‘আমি আপনাদের মিস করবো’

প্রকাশিত: মে ২০, ২০২৪, ০২:৪৯ দুপুর
আপডেট: মে ২০, ২০২৪, ০২:৪৯ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : বিধ্বস্ত এক লিভারপুলের দায়িত্ব নিয়েছিলেন ইয়ুর্গেন ক্লপ। তার স্পর্শেই ৯ বছরে ক্লাবটি ঐতিহ্যে ফেরা পরিবর্তন। জিতেছে সম্ভাব্য সব শিরাপা। এমন কোচের বিদায়ী ম্যাচটা তাই আবেগঘন না হয়ে পারে না। হয়েছেও তাই। গতকাল ঘরের মাঠে উলভসকে ২-০ গোলে হারানো ম্যাচে ভক্তদের প্রশংসায় ভাসিয়েছেন তিনি।

ম্যাচের জয় ছাপিয়ে অ্যানফিল্ডে আকর্ষণের কেন্দ্র ছিলেন মূলত এই ৫৬ বছর বয়সী জার্মান। তার বিদায়কে স্মরণীয় করে রাখতে নানা আয়োজন ছিল। কারণ এই সময়ে অ্যানফিল্ড ভক্তদের সঙ্গে শক্ত বন্ধন গড়ে উঠেছে তার। ক্লপকে শ্রদ্ধা জানানোর উপায় হিসেবে অন্যতম ছিল দানবীয় মোজাইক চিত্র। যার সম্মিলতি বার্তায় লেখা ছিল তার নাম। আরেকটাতে জার্মান ভাষায় ডানকে। গ্যালারি কাঁপিয়ে সমস্বরে ক্লাব সঙ্গীতও গেয়েছেন তারা।

বিদায়ী ভাষণ দিতে তার জন্য মঞ্চও তৈরি করা হয় মাঠে। তখন উপস্থিত ছিলেন ক্লাবটির মালিক, পরিচালক ও অ্যাম্বাসেডররা। অ্যানফিল্ড কিংবদন্তি কেনি ডালগ্লিশ, ভক্তসহ সবাই মঞ্চে কিছু বলার জন্য আমন্ত্রণ জানান ক্লপকে। বিদায়ী ভাষণে তিনি বলেছেন, ‘আমার মনে হচ্ছে না এটাই শেষ। মনে হচ্ছে নতুন শুরু। আজ এমন একটা দল দেখলাম যাদের আছে অনেক প্রতিভা, তারুণ্য, সৃষ্টিশীলতা, আগ্রহ, তুমুল আকাঙ্ক্ষা। এটাই উন্নতির একটা অংশ যা একটা দলের ভীষণ প্রয়োজন।’

২০১৫ সালে ক্লাবটির যখন দায়িত্ব নেন। তখন দলটার ওপর আস্থা রাখতে পারতেন না ভক্তরা। সেই কথা স্মরণ করিয়ে তিনি বলেছেন, ‘লোকেরা বলে আমি তাদের সংশয়বাদী থেকে বিশ্বাসী করে তুলেছি। এটা সত্য নয়। আপনারাই এর পেছনের মূল কারিগর। কেউ আপনাদের সেটা করতে বারণ করেনি। ক্লাবটা আগের দীর্ঘ সময়ের চেয়ে এখন আরও ভালো অবস্থায়।’ পুরো আবহটা ছিল আবেগঘন। ক্লপ নিজেও সেটা টের পেয়েছেন। তাইতো সেই আবহে নিজেকে সম্পৃক্ত করতে চেয়েছে এভাবে, ‘আমাদের আছে চমৎকার একটি স্টেডিয়াম, ট্রেনিং সেন্টার এবং আপনারা। যারা কিনা বিশ্ব ফুটবলের সুপার পাওয়ার। অবিশ্বাস্য। আমরা নিজেরা সিদ্ধান্ত নিবো দুশ্চিন্তা নাকি রোমাঞ্চিত হবো। নিজেরা ঠিক করবো নিজেদের ওপর বিশ্বাস রাখবো কিনা। আজ আমি আপনাদেরই একজন। আমি বিশ্বাস ধরে রাখবো।’ 

আরও বলেছেন, ‘অনেককেই দেখছি তারা কাঁদছেন। আপনাদের মতো আজ রাতে আমিও কাঁদবো। কারণ আমি আপনাদের মিস করবো। কিন্তু পরিবর্তন অবশ্যই প্রয়োজন। সব কিছু ভালো অবস্থায় আছে। কারণ ভিতটা শতভাগ ঠিক হয়ে আছে।’   



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS