ভিডিও

লঙ্কান প্রিমিয়ার লিগে তাসকিন

প্রকাশিত: মে ২১, ২০২৪, ০৪:১৭ দুপুর
আপডেট: মে ২১, ২০২৪, ০৪:১৭ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) দল পেয়েছেন তাসকিন আহমেদ। নিলাম থেকে কলম্বো স্ট্রাইকার্স এই বাংলাদেশি পেসারকে দলে নেয়ে। নিলামে তাসকিনের ভিত্তিমূল্য ধরা হয়েছিল ৫০ হাজার ডলার। ভিত্তিমূল্যেই তাকে দলে ভিড়িয়েছে কলম্বো।

নিলামে নাম উঠলেও অন্য দুই বাংলাদেশি ক্রিকেটার লিটন দাস ও মুশফিকুর রহিমকে নিয়ে এখন পর্যন্ত আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। এর আগে সরাসরি চুক্তিতে বাংলাদেশের আরেক পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে ডাম্বুলা থান্ডার্স। মুস্তাফিজ এর আগে কখনো এলপিএলে খেলেননি।

লঙ্কা প্রিমিয়ার লিগের পঞ্চম আসর শুরু হবে আগামী ১ জুলাই থেকে। আর ২৯ জুন শেষ হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS