স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের বিপক্ষে তাদের মাটিতে খেলতে নামছে বাংলাদেশ। বিশ্বকাপের আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল।
আজ মঙ্গলবার (২১ মে) হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত ৯টায় খেলাটি শুরু হবে। একই মাঠে সিরিজের বাকি দুই ম্যাচ হবে ২৩ ও ২৫ মে। ক্রিকেটের কোনো সংস্করণে এর আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে কখনো খেলেনি বাংলাদেশ। এবারই প্রথম দুই দল মাঠে নামছে, টি-টোয়েন্টি সংস্করণ দিয়ে।
সরাসরি এই সিরিজটি দেখা যাবে নাগরিক টিভিতে। টিভি ছাড়া অনলাইন প্ল্যাটফর্ম টফিতেও দেখা যাবে সবগুলো খেলা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।