স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ শুরুর আগে ধর্ষণ মামলায় খালাস পান নেপালের লেগ স্পিনার সন্দীপ লামিচানে। এরপর আইসিসি’র অনুমতি নিয়ে তাকে বিশ্বকাপ দলে অন্তর্ভূক্ত করার প্রক্রিয়া শুরু করে নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন। সেক্ষেত্রে লামিচানেকে প্রস্তুতি ম্যাচের আগেই যুক্তরাষ্ট্রে পাঠানোর পরিকল্পনা করে তারা। কিন্তু তাদের পরিকল্পনায় বাধ সাধলো নেপালে অবস্থিত মার্কিন দূতাবাস। তারা লামিচানের ভিসা আবেদন প্রত্যাখান করেছে।
আজ বুধবার (২২ মে) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন লামিচানে। সেখানে তিনি লিখেন, ‘এবং নেপালে অবস্থিত মার্কিন দূতাবাস আবারও আমার সঙ্গে একই কাজ করলো, যেটা তারা এর আগে ২০১৯ সালে করেছিল। তারা যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আমার ভিসা প্রত্যাখান করেছে। দুর্ভাগ্যজনক। আমি নেপাল ক্রিকেটের সমস্ত শুভাকাঙ্খীদের কাছে দুঃখিত।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।