ভিডিও

ইউরোপিয়ান শিরোপা না পেলেও দল নিয়ে গর্বিত আলোনসো

প্রকাশিত: মে ২৩, ২০২৪, ০৪:০৩ দুপুর
আপডেট: মে ২৩, ২০২৪, ০৪:০৩ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : ফাইনাল হারের পরেও নিজের দল নিয়ে গর্বিত কোচ জাবি আলোনসো। শিষ্যদের কৃতিত্ব দিয়ে প্রতিপক্ষকে প্রশংসায় ভাসিয়েছেন এই স্প্যানিয়ার্ড মাস্টারমাইন্ড। এদিকে ক্লাব ইতিহাসের প্রথম ইউরোপিয়ান শিরোপা জয়ের পর আনন্দে ভাসছে আতালান্তা সমর্থকরা। হট ফেবারিট লেভারকুসেনের বিপক্ষে এমন একচেটিয়া আধিপত্য, বিশ্বাস করতে কষ্ট হচ্ছে অনেকের। 
মাত্র ১ লাখ ২০ হাজার মানুষের শহর লাম্বোর্দি। উত্তর ইতালির সেই ক্লাবটা প্রথমবারের মতো এবার ঘরে তুললো ইউরোপিয়ান কোনো ট্রফি। তাও কিনা ক্লাব ইতিহাসের মাত্র দ্বিতীয় শিরোপা। দীর্ঘ ৭ দশকে এটাই প্রথম কোন সিলভারওয়্যার আতালান্তার। দলটার প্রায় সব সমর্থকদের জন্য এমন অভিজ্ঞতা এবারই প্রথম।

তবে ডাবলিনের ঠিক উল্টো চিত্র লেভারকুসেন শিবিরে। ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে আসা হারের ধাক্কা, বেশ ভালোই নাড়িয়ে দিয়েছে জার্মান ক্লাবটিকে। পারফরম্যান্স বিবেচনায়, প্রতিপক্ষকে এগিয়ে রাখলেন লেভারকুসেন বস। জাবি আলোনসো বলেন, 'আতালান্তা আমাদের চেয়ে ভালো খেলেছে এবং ট্রফিটা তাদেরই প্রাপ্য। দিনটা আমাদের ছিল না। খারাপ লাগছে এই ভেবে যে, এমন গুরুত্বপূর্ণ ম্যাচেই কিনা এটা (হার) ঘটল!'

তবে ফাইনাল হারলেও নিজের দল নিয়ে গর্বিত জাবি। ট্রেবলের স্বপ্ন ভাঙলেও, চলতি মৌসুমে জার্মান ক্লাবটা যা করেছে, তা আরেকবার মনে করিয়ে দিলেন লেভারকুসেন কোচ। জাবি বলেন, '৫২তম ম্যাচে এসে প্রথম হার স্বাভাবিক ব্যাপার নয়। আমরা যা অর্জন করেছি, সেটা ব্যতিক্রম এবং তাতে গর্বিত হওয়া উচিত। যদিও খারাপও লাগছে। এটা ঘটতেই পারে। ফুটবল এমনই। দিনটা আমাদের ছিল না। ওরা তুলনামূলক বেশি ভালো ছিলো।'

ইউরোপায় না হলেও কদিন আগেই প্রথম অপরাজিত ক্লাব হিসেবে, বুন্দেসলিগা শিরোপা ঘরে তুলেছে লেভারকুসেন। আগামী রোববার (২৬ মে) জার্মান কাপের ফাইনাল জিতলে, ডোমেস্টিক ডাবল পূর্ণ হবে জাবির দলের।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS