ভিডিও

একাদশে দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রকাশিত: মে ২৩, ২০২৪, ০৮:৫৮ রাত
আপডেট: মে ২৩, ২০২৪, ০৮:৫৮ রাত
আমাদেরকে ফলো করুন

যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে হেরেছিল বাংলাদেশ। তাই সিরিজে টিকে থাকতে আজ জয়ের বিকল্প নেই নাজমুল হোসেন শান্তর দলের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করবে টাইগাররা।

 

 

টেক্সাসের হিউস্টনে প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে যুক্তরাষ্ট্রের মুখোমুখি শান্তর দল। বাংলাদেশ সময় রাত ৯টায় ম্যাচটি শুরু হবে।

গত ম্যাচের একাদশ থেকে দুই পরিবর্তন নিয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ। দল থেকে ছিটকে গেছেন লিটন দাস। মূলত বাজে ফর্মের কারণেই বাদ পড়েছেন এই ওপেনার। তার পরিবর্তে একাদশে ফিরেছেন তানজিদ তামিম। জিম্বাবুয়ে সিরিজের দুর্দান্ত পারফর্ম করা এই তরুণ ওপেনার আবারও সুযোগ পাচ্ছেন।

 

তাছাড়া একাদশ থেকে বাদ পড়েছেন শেখ মেহেদি হাসান। তানজিম সাকিবকে বাজিয়ে দেখতেই মেহেদিকে সাইড বেঞ্চে রাখা হয়েছে। বিশ্বকাপের আগে নিজেকে প্রমাণের সুযোগ পাচ্ছেন তানজিম সাকিব। 

বাংলাদেশ একাদশ : তানজিদ তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, তানজিম সাকিব, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS