স্পোর্টস ডেস্ক : ম্যানসিটিকে হতাশায় ডুবিয়ে এফএ কাপের শিরোপা জিতেছে এরিক টেন হাগের শিষ্যরা। ফাইনালে ম্যানসিটিকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতে ম্যানইউ।
শনিবার (২৫ মে) লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচের ৩০ মিনিটে এগিয়ে যায় রেড ডেভিলরা। ম্যানসিটির ভুলে সুযোগ নিয়ে বল জালে জড়িয়ে দল কে এগিয়ে দেন গারনাচো। এর নয় মিনিট পর আবারও গোলের দেখা পায় ম্যানইউ। কোবি মাইনু গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় এরিক টেন হাগের শিষ্যরা।
বিরতি থেকে ফিরে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে খেলতে থাকে ম্যানসিটি। তবে বার বার হতাশ হয় তারা। ম্যাচের শেষ দিকে ৮৭ মিনিটে অবশেষে এক গোল শোধ করে তারা। বক্সের বাইরে থেকে জোরাল শটে বল জালে জড়ান ডোকু। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ২-১ গোলে জয়ে শিরোপা উৎসবে মাতে ম্যানইউ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।