ভিডিও

ক্যারিয়ারের ইতি টানলেন বোনুচ্চি

প্রকাশিত: মে ২৭, ২০২৪, ০৫:২৫ বিকাল
আপডেট: মে ২৭, ২০২৪, ০৮:০০ রাত
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : ২০২০ সালের ইউরো জয়ে ইতালির অন্যতম নায়ক ছিলেন লিওনার্দো বোনুচ্চি। তাইতো আসন্ন ইউরোতেও খেলার স্বপ্ন দেখেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত তাকে প্রাথমিক দলে রাখেননি ইতালির কোচ লুসিয়ানো স্পালেত্তি। এখন ক্যারিয়ারের ইতিই টানলেন ৩৭ বছর বয়সী সেন্টারব্যাক।

২০২০ সালের ইউরোর ফাইনালে গোল করেছিলেন বোনুচ্চি। ম্যাচের ৬৬ মিনিট পর্যন্ত ১-০ ব্যবধানে এগিয়ে ছিল ইংল্যান্ড। তবে ৬৭ মিনিটে বোনুচ্চিই সমতায় ফেরান ইতালিকে। এরপর তো টাইব্রেকারে শিরোপাই জিতল রবার্তো মানচিনির শিষ্যরা, সেখানেও বোনুচ্চি গোল করেন। বুটজোড়া তুলে রাখা বোনুচ্চির ফেনারবেসের জার্সিতে ইস্তানবুলসপর ম্যাচটিই হয়ে থাকল শেষ। যেখানে বদলি হিসেবে নেমেছিলেন তিনি। রোববার (২৬ মে) এ ম্যাচ খেলতে নামার আগেই অবসরের ঘোষণা দেন বোনুচ্চি। গত জানুয়ারিতে এসে তুর্কির ক্লাবটির হয়ে সব মিলিয়ে ১০ ম্যাচ খেলেছেন তিনি।

ফেনারবেসের ওয়েবসাইটে অবসর ঘোষণায় বোনুচ্চি বলেন, ‘দারুণ এই পরিবারে যুক্ত হয়ে আমি সন্তুষ্ট। মাঠ কিংবা মাঠের বাইরে সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করেছি। সবাইকে ধন্যবাদ।’



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS