ভিডিও

পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র প্রস্তুতি ম্যাচ

প্রকাশিত: মে ২৮, ২০২৪, ০৮:২০ রাত
আপডেট: মে ২৮, ২০২৪, ১০:২২ রাত
আমাদেরকে ফলো করুন

বিশ্বকাপের মঞ্চে মাঠে নামার আগে দুটি ওয়ার্ম-আপ ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। যার প্রথমটি আজ যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশ সময় রাতে ৯.৩০ মিনিটে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে ম্যাচটি। ঘূর্ণিঝড়ে ম্যাচ ভেন্যু ডালাসের গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামের সুযোগ-সুবিধা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় বাংলাদেশ দলের একটু মন খারাপ হতেই পারে। এই মাঠেই শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। মূল মঞ্চে নামার আগে আজ সুযোগ ছিল মাঠের সঙ্গে পরিচিত হয়ে নেওয়ার। বৈরি আবহাওয়ায় সেই সুযোগটা নিতে পারলেন না নাজমুল হোসেন শান্তরা।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS