স্পোর্টস ডেস্ক : ডেভিড হেম্পকে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়ায় এইচপি’র প্রধান কোচের পদ শূন্য হয়ে পড়ে। সেই শূন্যতা পূরণে নতুন কোচের খোঁজে নামে বিসিবি।
আগ্রহী প্রার্থীদের মধ্য থেকে দু’জনকে সংক্ষিপ্ত তালিকায় রাখেন হেড অব প্রোগ্রাম ডেভিড মুর। জিম্বাবুয়ের ডিওন ইব্রাহিমের সঙ্গে অস্ট্রেলিয়ার নাথান মিচেল হরিতজের মধ্যে চলে শেষ লড়াই। আন্তর্জাতিক ক্যারিয়ার বিবেচনায় বিসিবি শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার সাবেক স্পিনার নাথানকেই বেছে নেয়।বিসিবি এইচপি’র চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয়ের কাছে জানতে চাওয়া হলে নাথানের প্রধান কোচ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন তিনি।
৪২ বছর বয়সী অসি সাবেক স্পিনার ১৭ টেস্টে ৬৩টি উইকেট শিকার করেন। ৫৮টি ওয়ানডে ম্যাচ খেলে পেয়েছেন ৬৩ উইকেট। তিন ম্যাচ টি২০ ক্যারিয়ারে দুই উইকেট শিকার তার। নাথান অস্ট্রেলিয়ায় স্কুল ক্রিকেট নিয়ে কাজ করেন। ২০২৩ সালে আয়ারল্যান্ড জাতীয় দলের স্পিন কোচ ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।