ভিডিও

হার এড়ালো মেসির মায়ামি 

প্রকাশিত: জুন ০২, ২০২৪, ০২:১৯ দুপুর
আপডেট: জুন ০২, ২০২৪, ০২:১৯ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : মেজর লিগ সকারে ঘরের মাঠে টানা দ্বিতীয় হার দেখতে বসেছিল ইন্টার মায়ামি। ভার রিভিউ শেষ পর্যন্ত বাঁচিয়ে দিয়েছে তাদের। তাতে সেন্ট লুইসের সঙ্গে ৩-৩ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে মায়ামি।

 মায়ামি সর্বশেষ আটলান্টার কাছে অপ্রত্যাশিত হার দেখেছিল। এই ম্যাচেও ৬৮ মিনিটে লুই সুয়ারেজের আত্মঘাতী গোলে ৩-২ ব্যবধানে পিছিয়ে পড়ায় আরেকটি হার তাদের চোখ রাঙাচ্ছিল। শেষ পর্যন্ত বদলি খেলোয়াড় জুলিয়ান গ্রেসেলসের লং বল জর্ডি আলবাকে খুঁজে পেলে মিয়ামির দর্শক ঠাসা স্টেডিয়ামে আনন্দের ঢেউ লাগে। কিন্তু প্রাথমিকভাবে গোলটিতে অফসাইডের পতাকাও উঠে। শেষ পর্যন্ত ভিডিও অ্যাসিসটেন্ট রেফারি তথা ভার রিভিউর কল্যাণে সিদ্ধান্ত পাল্টেছে। রিপ্লেতে দেখা গেছে আলবা অনসাইডেই ছিলেন। তাতে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে ইস্টার্ন কনফারেন্সের শীর্ষ দল। শেষ দিকে মায়ামির সুযোগ ছিল নাটকীয় জয় তুলে নেওয়ার। কিন্তু মার্সেলো ওয়েইগান্ডটসের শট প্রতিহত করেছেন সেন্ট লুইস গোলকিপার।

অথচ সব দিক দিয়ে ম্যাচে এগিয়ে ছিল সেন্ট লুইস। তিনবার তারা গোল করে এগিয়ে গেছে। বিপরীতে মায়ামি লড়াই করে ড্র আদায় করে নিয়েছে। ১৫ মিনিটে মিডফিল্ডার ক্রিস ডার্কিনের গোলে অগ্রগামিতা পায় সেন্ট লুইস। তার পর মেসি ম্যাজিকে ২৫ মিনিটে সমতা ফেরায় মায়ামি। আলবার ফিরতি পাস থেকে লো ফিনিশিংয়ে মেসি স্কোর ১-১ করেছেন। ৪১ মিনিটে কাউন্টার অ্যাটাকে সেন্ট লুইসকে আবার এগিয়ে দিয়েছেন সাবেক মায়ামি খেলোয়াড় ইন্ডিয়ানা ভ্যাসিলেভ। 

বিরতির আগে মায়ামি অবশ্য স্কোর ২-২ করে দিয়েছে। দুরূহ কোণ থেকে গোলটি করেছেন লুই সুয়ারেজ। এর পর এই উরুগুয়ে তারকার ভুলেই ৩-২ গোলে এগিয়ে গেছে সেন্ট লুইস। কর্নার থেকে পাওয়া বল মাথা দিয়ে ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল পাঠিয়ে দেন সুয়ারেজ। তাতে মনে হচ্ছিল মায়ামি বুঝি পরাজয়ের দ্বারপ্রান্তে! কিন্তু শেষ দিকে নাটকীয় ভার রিভিউ মায়ামিকে উদ্ধার করেছে। তৃতীয় গোলটি করেছেন আলবা।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS