ভিডিও

‘এই বাংলাদেশ দলে কিছুই নেই’

প্রকাশিত: জুন ০২, ২০২৪, ০৩:৩৩ দুপুর
আপডেট: জুন ০২, ২০২৪, ০৩:৩৩ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : কিংবদন্তি অস্ট্রেলিয়ান উইকেটকিপার ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট মনে করছেন, এবারের টি২০ বিশ্বকাপে অঘটন ঘটাতে পারে নেদারল্যান্ডস ও নেপাল। আর এই অঘটনের শিকার হতে পারে বাংলাদেশ। আজ ভারতীয় স্পিনার রবিচন্দ্র অশ্বিন বাংলাদেশ দলের কোনো সম্ভাবনাই দেখছেন না। নিজের ইউটিউব চ্যানেলে এ অফস্পিনার বলেছেন, এই বাংলাদেশ দলে কিছুই নেই।

এসইএন রেডিওতে দেওয়া এক সাক্ষাৎকারে নেপালকে নিয়ে আশাবাদ ব্যক্ত করেন গিলক্রিস্ট, ‘আমার মনে হয়, নেপাল এবার সেই দলটি হতে যাচ্ছে, যারা চমক দেখাবে। তাদের কিছু তরুণ খেলোয়াড় আছেন, যারা বেশ কিছুদিন ধরে ভালো খেলছেন।’ সাবেক এই অসি তারকার বিশ্বাস, রোহিত পোদেলের নেতৃত্বে একঝাঁক তরুণের সমন্বয়ে গড়া নেপাল দলটি দারুণ ক্রিকেট খেলে এরই মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে নজর কেড়েছে। ডাচদেরও বেশ প্রশংসা করেন তিনি, ‘গত টি২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চমক দিয়েছিল নেদারল্যান্ডস। এবারও তারা একই গ্রুপে। তারা (ডাচরা) সবসময়ই আপনাকে বিব্রত করার জন্য সচেষ্ট থাকে।’ 

গত টি২০ বিশ্বকাপে প্রোটিয়াদের পাশাপাশি বাংলাদেশকেও হারিয়েছিল ডাচরা। এরই মধ্যে প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে সবাইকে সতর্কবার্তা দিয়েছে নেদারল্যান্ডস। এবার গ্রুপ ‘ডি’তে নেপাল ও নেদারল্যান্ডসের সঙ্গে আছে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। গিলক্রিস্ট মনে করছেন, এই গ্রুপে আইসিসি’র দুই সহযোগী সদস্য চমকে দিতে পারে বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে।

গিলক্রিস্ট তাও একটা রাখঢাক রেখে বাংলাদেশ প্রসঙ্গে কথা বলেছেন। কিন্তু ভারতীয় স্পিনার রবিচন্দ্র অশ্বিন বাংলাদেশ দলের কোনো সম্ভাবনাই দেখছেন না। নিজের ইউটিউব চ্যানেলে সাবেক ভারতীয় ব্যাটার রবিন উথাপ্পা ও বিশ্লেষক প্রসন্ন অগোরামকে নিয়ে বিভিন্ন দলের শক্তিমত্তা ও দুর্বলতা নিয়ে কথা বলেছেন তিনি। সেখানে তারা মনে করছেন, বাংলাদেশের এই দলে আসলে কিছুই নেই। তবে মুস্তাফিজুর রহমান ‘এক্স ফ্যাক্টর’ হতে পারেন বলেও আশা তাদের। বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডারেরও সমালোচনা করেছেন তারা। আগে সাকিব তিনে ব্যাট করলেও বর্তমানে তিনে খেলছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অশ্বিন ও উথাপ্পার মতে, আগের মতো সাকিবের তিনে খেলা উচিত, ‘সাকিব তিন নম্বরে ভালো করত। কিন্তু যেহেতু শান্ত আছে, তাকে তিন নম্বরে খেলাতে হবে। কারণ, চার নম্বরে সে (শান্ত) তেমন কিছু করতে পারবে না। মনে হয় না, ওর ব্যাটিংয়ের দুটো গিয়ার আছে।’ 

এই দলের বিভাগে ঘাটতি আছে বলেও মনে করছেন রবিন উথাপ্পা, ‘তাওহিদ হৃদয় দারুণ একজন ব্যাটার। জাকেরের খেলা দেখা হয়নি। বোলিংয়ের ক্ষেত্রে শেষ করতে হবে তাসকিন ও ফিজকে (মুস্তাফিজ)। তাদের সব জায়গায় ঘাটতি আছে। এখনও নিজেকে প্রমাণ করতে পারেনি, এমন ক্রিকেটার দলে আছে। জানি না, তারা বিশ্বকাপে কেমন করবে।’



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS