স্পোর্টস ডেস্ক : অবশেষে রিয়ালে পাড়ি জমালেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদ সোমবার আনুষ্ঠানিকভাবে এমবাপ্পেকে চুক্তি করার খবরটি নিশ্চিত করেন। এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানিয়েছে, ‘আগামী পাঁচ মৌসুমের জন্য এ খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করেছে রিয়াল মাদ্রিদ।’
পাঁচ বছরের জন্য এমবাপ্পের সঙ্গে চুক্তি করেছে স্পানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। চুক্তির ঘোষণাটি আনুষ্ঠানিকভাবে প্রকাশের পর ইনস্টাগ্রামে ছোটবেলায় রিয়ালের জার্সি পরা কিছু ছবি পোস্ট করেন এমবাপ্পে। সেই ছবিগুলোতে অনেক ভালোবাসা পেয়েছেন এমবাপ্পে। এদিকে তাকে স্বাগত জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদোসহ আরও অনেকে। এই ঘোষণার পরই নিজের ইনস্টাগ্রাম একাউন্টে চারটি ছবি পোস্ট করেন এমবাপ্পে। রোনালদোর সঙ্গে তোলা একটি ছবিও রয়েছে সেখানে। পোস্ট করা ছবির ক্যাপশনে এমবাপ্পে লিখেছেন, 'একটি স্বপ্ন সত্যি হল। আমার স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিতে পেরে আমি খুব খুশি এবং গর্বিত। আমি এখন কতটা উত্তেজিত তা কেউ বুঝতে পারবে না। আপনাদের দেখার অপেক্ষায় আছি। মাদ্রিদিস্তাস ও সমর্থকদের ধন্যবাদ।'
এদিকে এমবাপ্পের এই পোস্টে তাকে স্বাগত জানিয়েছেন রিয়ালের সাবেক ও বর্তমান ফুটবলাররা। যেখানে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো, ডেভিড বেকহ্যাম, ভিনিসিউস জুনিয়র, সার্জিও রামোস, কেলর নাভাসসহ আরও অনেকে। রোনালদো মন্তব্য করেছেন, 'এখন আমার সময় (এমবাপ্পে) দেখার। বার্নাব্যুতে তোমার জ্বলে ওঠার অপেক্ষায় রয়েছি।'
দীর্ঘ ৮ মৌসুম ফরাসি ক্লাব পিএসজিতে কাটিয়েছেন এমবাপ্পে। এই ক্লাবটির হয়ে জিতেছেন অনেক শিরোপাও। ফরাসি ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে। ক্লাবটির জার্সি গায়ে ৩০৮ ম্যাচে ২৫৬ গোল ও ১০৮টি অ্যাসিস্ট করেছেন তিনি। ফ্রান্সে মোট সাতবার লিগ চ্যাম্পিয়ন হয়েছেন এমবাপ্পে। এছাড়া চারবার ফ্রেঞ্চ কাপ, দুইবার লিগ কাপ, তিনবার ফ্রেঞ্চ সুপার কাপ জিতেছেন ফরাসি এই তারকা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।