ভিডিও

টি-টোয়েন্টি বিশ্বকাপ

টি-টোয়েন্টি বিশ্বকাপ: ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে স্কটল্যান্ড

প্রকাশিত: জুন ০৪, ২০২৪, ০৮:৫৪ রাত
আপডেট: জুন ০৪, ২০২৪, ০৮:৫৪ রাত
আমাদেরকে ফলো করুন

চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম খেলতে নেমেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড। যেখানে তাদের প্রতিপক্ষ স্কটল্যান্ড। ওয়ানডেতে একাধিকবার মুখোমুখি হলেও দুই প্রতিবেশী দেশ প্রথমবার টি-টোয়েন্টি সংস্করণে মুখোমুখি হচ্ছে বিশ্বকাপের মঞ্চে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্কটল্যান্ড।

কেনসিংটন ওভালে মঙ্গলবার (৪ জুন) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির বাধায় নির্ধারিত সময়ে ম্যাচ শুরু হওয়া সম্ভব হয়নি।

টি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়নদের সামনে এবার মসনদ ধরে রাখার চ্যালেঞ্জ। আসরে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। আন্তর্জাতিক ক্রিকেটের এই সংক্ষিপ্ততম সংস্করণে এর আগে কখনোই দেখা হয়নি এই দুই প্রতিবেশী দলের। তবে ওয়ানডেতে পাঁচ বার মুখোমুখি হয়েছিল দুই দল। এর মধ্যে ২০১৮ সালে শেষ বারের দেখায় ইংল্যান্ডকে হারিয়ে চমক দেখিয়েছিল স্কটিশরা। বিশ্বকাপের মঞ্চেও এমন কিছুর প্রত্যাশায় তারা।

তবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড শক্তির বিচারে যোজন যোজন এগিয়ে। প্রতিপক্ষের মনে ভীতির সঞ্চার করতে ইংলিশ টপ-অর্ডারের তিন-চারটে নামই যথেষ্ট। বাটলার, ফিল সল্ট, উইল জ্যাকস কিংবা জনি বেয়ারস্টো; একহাতেই ম্যাচ জয়ের সামর্থ্য আছে প্রত্যেকের। মিডল অর্ডারে হ্যারি ব্রুক আর বল হাতে গতির ঝড় তুলতে পুরোপুরি ফিট আর্চার। সঙ্গে মার্ক উড। স্পিন ডিপার্টমেন্টের নেতৃত্বে অভিজ্ঞ আদিল রশিদ। সবমিলিয়ে দারুণ ব্যালেন্স টিম দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নদের।

 
 

টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা তৃতীয়বার খেলতে আসা স্কটল্যান্ডের লক্ষ্যটা আপাতত সুপার এইটে ওঠার। আর সেটা নিশ্চিত করতে ৫ দলের গ্রুপে ওমান-নামিবিয়া ছাড়াও ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার মধ্যে অন্তত একটি ম্যাচে জিততে হবে। সেক্ষেত্রে ব্যাট হাতে দলকে ভালো সূচনা এনে দিতে হবে জর্জ মানজি-চার্লি টিয়ারদের। ম্যাথু ক্রস-হ্যারিসদের পাশাপাশি গুরুদায়িত্ব নিতে হবে বুড়ো ক্যাপ্টেন রিচি বেরিংটনকে। ইংলিশ কাউন্টিতে খেলা পেসার ব্র্যাড কুরি আর হোয়েলদের সুইং আর বাউন্সের সঙ্গে গ্রিভস-ওয়াটদের ঘুর্ণির সঠিক প্রয়োগটাও হতে হবে যথাযথ।

স্কটল্যান্ড একাদশ: জর্জ মানজে, মাইকেল জোন্স, ব্রেন্ডন ম্যাকমুলেন, রিচি বেরিংটন (অধিনায়ক), ম্যাথু ক্রস, মাইকেল লিস্ক, ক্রিস গ্রিভস, মার্ক ওয়াট, ক্রিস সোল, ব্রাড হোয়েল ও ব্রাড কুরি। ইংল্যান্ড একাদশ: ফিল সল্ট, জস বাটলার (অধিনায়ক), উইল জ্যাকস, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, মঈন আলী, লিয়াম লিভিংস্টোন, ক্রিস জর্ডান, জফরা আর্চার, আদিল রশিদ ও মার্ক উড।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS