ভিডিও

নেপালকে ১০৬ রানেই গুটিয়ে দিলো নেদারল্যান্ডস

নেপালকে ১০৬ রানেই গুটিয়ে দিলো নেদারল্যান্ডস

প্রকাশিত: জুন ০৫, ২০২৪, ১২:২৬ রাত
আপডেট: জুন ০৫, ২০২৪, ১০:০০ দুপুর
আমাদেরকে ফলো করুন


বিশ্বকাপে এই গ্রুপেই পড়েছে বাংলাদেশ। তাই নেপাল-নেদারল্যান্ডসের ম্যাচটি হাইভোল্টেজ না হলেও চোখ রাখতে হচ্ছে টাইগার ভক্ত-সমর্থকদের।
ডালাসে এই ম্যাচে ডাচদের বোলিং তোপের মুখে ইনিংসের ৪ বল বাকি থাকতেই ১০৬ রানে অলআউট হয়ে গেছে নেপাল। অর্থাৎ জিততে হলে নেদারল্যান্ডসকে করতে হবে ১০৭।
গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে টস জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠান ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। টিম প্রিঙ্গলে-লগান ফন বিকদের তোপে শুরু থেকেই ধুঁকতে থাকে নেপাল।
৬ ওভারের পাওয়ার প্লেতে ২ উইকেটে তুলতে পারে মাত্র ২৯ রান। নিয়মিত বিরতিতে উইকেট হারানো দলটি শেষ পর্যন্ত আর লড়াকু স্কোর গড়তে পারেনি।
মিডল অর্ডারে অধিনায়ক রোহিত পাডিক্কেল যা একটু প্রতিরোধ গড়েছিলেন। কিন্তু ৩৭ বলে তার ৩৫ রানের ইনিংসটিও ঠিক টি-টোয়েন্টির সঙ্গে মানানসই ছিল না।
শেষদিকে গুলশান ঝা আর করন কেসির ব্যাটে একশ পেরোয় নেপাল। ঝা ১৫ বলে ১৪ আর করনের ব্যাট থেকে আসে ১২ বলে ১৭ রান।
ডাচ পেসার লগান ফন বিক ১৮ রানে ৩টি আর বাঁহাতি স্পিনার টিম প্রিঙ্গলে ২০ রানে ৩ উইকেট। দুটি করে উইকেট শিকার পল ফন ম্যাকেরেন আর বেস ডি লেডের।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS