ভিডিও

২০২৬ বিশ্বকাপ খেলা নিয়ে যা বললেন মেসি

প্রকাশিত: জুন ০৮, ২০২৪, ০৪:০২ দুপুর
আপডেট: জুন ০৮, ২০২৪, ০৯:২৬ রাত
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকা উপলক্ষ্যে আর্জেন্টিনা দল বর্তমানে যুক্তরাষ্ট্রে অনুশীলন করছেন। সেখানে আর্জেন্টিনার আন্তর্জাতিক অনলাইন গণমাধ্যম ইনফোবেকে দেওয়া সাক্ষাৎকারে ২০২৬ বিশ্বকাপে নিজের পরিকল্পনা নিয়ে কথা বলেছেন আর্জেন্টাইন কিংবদন্তি।

পাঁচ বিশ্বকাপ খেলা মেসি বলেন, ‘এটা (২০২৬ বিশ্বকাপ খেলা) নির্ভর করছে আমি কেমন অনুভব করছি, আমার শারীরিক অবস্থা কী, তার ওপর। আমার বাস্তবিক চিন্তায় দেখতে হবে শারীরিকভাবে কতটা সমর্থ আমি এবং এটাও জানতে হবে আমি দলকে নিয়ে লড়াই করতে পারবো কিনা এবং সাহায্য করতে পারবো কি না। এখনো অনেক সময় বাকি আছে। আমি জানি, তখন আমি কেমন অবস্থায় থাকবো। বয়স একটা বাস্তব জিনিস। যদিও এটি কেবল সংখ্যা মাত্র।’

২০২২ সালে কাতার বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জেতে আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখতে মেসি যেন পরের বিশ্বকাপে খেলে, এমন স্বপ্ন দেখছেন আর্জেন্টাইন সমর্থকরা।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS