স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্রের বিপক্ষে এক হারে পাকিস্তানের সব সমীকরণ এখন জটিল। আজ রোববারের (৯ জুন) নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। এ ম্যাচে জিততেই হবে তাদের, হারলেই পড়তে হবে মহাবিপদে।
ভারতের বিপক্ষে জিততে পারলে সুপার এইটের সম্ভাবনা ভালোভাবে বেঁচে থাকবে পাকিস্তানের। কিন্তু হারলে অনেকটা এগিয়ে যাবে টিম ইন্ডিয়া ও যুক্তরাষ্ট্র। তখন পাকিস্তান পরের দুই ম্যাচে জিতলেও অনেক যদি-কিন্তু’র ওপর নির্ভর করতে হবে, এমনকী পরের পর্বের টিকিট নাও মিলতে পারে তাদের।
রোহিত শর্মার দল আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু করেছে দারুণ এক জয় দিয়ে। আইপিএলে দুর্দান্ত সময় কাটানো সব ক্রিকেটার আছেন ফর্মে। তবে পাকিস্তানের বিপক্ষে যখন মাঠে নামবে দল, তখন বাড়তি চাপ তো থাকছেই। একটা সময় ভারত নির্ভর করত তাদের ব্যাটারদের ওপর। তবে এখন টিম ইন্ডিয়ার বোলিংঅ্যাটাক বিশ্বের অন্যতম সেরা। ব্যাট হাতে ঝলক দেখাতে প্রস্তুত অধিনায়ক রোহিত শর্মা। প্রথম ম্যাচের মতো ওপেনিংয়ে তার সঙ্গে দেখা যেতে পারে বিরাট কোহলিকে। তাছাড়া রিশভ পন্ত, সূর্যকুমার যাদব, শিভম দুবে, জাদেজারা প্রস্তুত পাকিস্তান বোলিংঅ্যাটাককে চ্যালেঞ্জ জানাতে।
বাবর আজমের জন্য দুশ্চিন্তার বিষয় দলের বাজে ফর্ম। প্রথম ম্যাচে নবাগত যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরে খাদের কিনারে দল। তাছাড়া ইনজুরির কারণে ইমাদ ওয়াসিম খেলবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়। তবে দুই দলের জন্য চিন্তার বিষয় নাসাউয়ের উইকেট। যদিও মাঠ সংস্কার করা হয়েছে ভারত পাকিস্তান ম্যাচের জন্য। নিউইয়র্কে টসটা অনেক গুরুত্বপূর্ণ। ভারতের শক্ত ব্যাটিং লাইনআপকে রুখতে হলে শাহিন আফ্রিদি, মোহাম্মদ আমির, হারিস রউফদের নিতে হবে দায়িত্ব। পাশাপাশি ব্যাট হাতেও ভূমিকা রাখতে হবে বাবরসহ রিজওয়ান, ফখর, ইফতেখার, শাদাবদের। এখন দেখার পালা ভারত তাদের দাপট ধরে রাখে নাকি দেয়ালে পিঠ ঠেকে যাওয়া পাকিস্তান মর্যাদার সঙ্গে বিশ্বকাপে নিজেদের অবস্থান ধরে রাখে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।