ভিডিও

মায়ামিতেই শেষ করতে চান মেসি

প্রকাশিত: জুন ১৩, ২০২৪, ০৪:২৭ দুপুর
আপডেট: জুন ১৩, ২০২৪, ০৫:২৭ বিকাল
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি নিশ্চিত করেছেন, ক্যারিয়ারটা ইন্টার মায়ামিতেই শেষ করতে চান। কিন্তু অবসর নিয়ে এখনও প্রস্তুত নন তিনি।

পিএসজি ছেড়ে আটবারের ব্যালন ডি’অর জয়ী গত গ্রীষ্মে মেজর লিগ সকারে নাম লিখিয়েছেন। ইন্টার মায়ামিতে ২০২২ বিশ্বকাপ জয়ীর চুক্তিটা ২০২৫ সাল পর্যন্ত থাকলেও সেটা আরও এক বছর বাড়ানোর সুযোগ আছে। মেসি ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, মায়ামিতেই ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন তিনি, ‘এখন পর্যন্ত এটাই আমার ক্যারিয়ারের শেষ ক্লাব। তবে এটাও সত্যি আমি এখনও অবসরের জন্য প্রস্তুত নই।’ সাধারণত ফুটবলাররা একচোখ অবসরে রেখেই শেষটা রাঙানোর অপেক্ষায় থাকেন। মেসি কিন্তু তেমনভাবে ছুটছেন না। স্বভাবসুলভ মেসিজাদুর দেখা মিলছে তার নৈপুণ্যে। এই মৌসুমে ১২ ম্যাচে ১২ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ১৩টি। এই ছন্দ কোপা আমেরিকাতেও টেনে নিতে চাইবেন তিনি। মেসি তার ইউরোপ ছাড়ার পরিকল্পনা নিয়ে বলেছেন, ‘ইউরোপ ছাড়ার সিদ্ধান্ত নেওয়াটা আমার জন্য কঠিন ছিল। তবে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর সব কিছু ভিন্নভাবে দেখার চোখও তৈরি করে দিয়েছে।’

মেসি আরও বলেন, ‘আমি ফুটবল খেলতে ভীষণ ভালোবাসি। প্রতি ম্যাচের অনুশীলন পছন্দ করি। এটা ভেবে কিছুটা শঙ্কিত হই, সব কিছু একদিন শেষ হয়ে যাবে। সেই কারণেই সব কিছু আমি আরও বেশি করে উপভোগ করছি।’



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS