স্পোর্টস ডেস্ক : নিজের হ্যাটট্রিকের দ্বারপ্রান্তে দাঁড়িয়েও সতীর্থকে পেনাল্টি নিতে দিছেন মেসি। এমন কাজ এর আগেও বহুবার করেছেন লিওনেল মেসিকে। এবার জাতীয় দলেও এমন উদারতা দেখালেন তিনি।
গুয়াতেমালার বিপক্ষে কোপা আমেরিকার আগে এক প্রীতি ম্যাচের ৩৯ মিনিটের সময় ভ্যালেন্টিন কারবোনিকে ফাউল করলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। আর্জেন্টিনা দলে সবসময় পেনাল্টি নিয়ে থাকেন মেসি। তাই সবাই ভেবেছিল এবারও হয়তো তিনিই পেনাল্টি নিবেন। কিন্তু সবাইকে অবাক করে লাউতারো মার্টিনেজকে পেনাল্টি নিতে বলেন মেসি। গোল খরায় ভুগতে থাকা লাউতারো গোল করে নিজের আত্মবিশ্বাস ফিরে পান।
ম্যাচ শেষে তাই মেসিকে ধন্যবাদ জানাতে ভুল করেননি এই ইন্টার স্ট্রাইকার। 'আমি তার দিকে তাকালাম এবং সে আমার দিকে বল দিয়ে দিল। আমরা সুযোগের সদ্ব্যবহার করেছি। আমি তাকে ধন্যবাদ জানাই। আমি জনসম্মুখেই তাকে ধন্যবাদ জানাই। এটা একজন কিংবদন্তি ফুটবলারেরই লক্ষণ। সে মাঠ ও মাঠের বাইরে একজন অসাধারণ মানুষ।'
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।