ভিডিও

কোপায় নেইমারের না থাকাটা হতাশাজনক : মেসি

প্রকাশিত: জুন ১৯, ২০২৪, ০২:৩৫ দুপুর
আপডেট: জুন ১৯, ২০২৪, ০২:৩৫ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি ও নেইমার জুুনিয়রের বন্ধুত্বের কথা পুরনো। বার্সেলোনা ও পিএসজিতে খেলেছেন এক সঙ্গে। তাই কাছের বন্ধুকে কোপায় না দেখতে পেরে হতাশ মেসি।

মার্সেলো তিনেল্লিকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘নেইমারের না থাকাটা হতাশাজনক। কিন্তু ব্রাজিলের অনেক খেলোয়াড় আছে। কারণ, তারা প্রতিনিয়ত খেলোয়াড় তৈরি করছে। যদিও নেইমার তাদের দলে নেই, ইনজুরিতে অনেক কঠিন একটি বছর পার করছে সে। কিন্তু তাদের অনেক শক্তিশালী স্কোয়াড রয়েছে। যারা যেকোনো দলকে হারাতে পারে। ব্রাজিলও আর্জেন্টিনার মতো জিততে এসেছে। তারাও এই শিরোপা জেতার অন্যতম দাবিদার।’

আর্জেন্টিনা বর্তমানে সেরা মানলেও অন্যান্য দলকেও ভালো বলছেন মেসি। এবারের কোপা জেতাটা অনেক কঠিন হবে মনে করেন এই মিয়ামি তারকা। মেসি বলেন, ‘আজকে আমরা বলতে পারি, আমরা সেরা দল। কারণ, আমরা বিশ্ব চ্যাম্পিয়ন। কিন্তু এর মানে এই না যে আমরা কোপা জিতে গেছি। এবার লড়াই হবে অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।’ মাঝারি দলগুলোও এবার ভালো করতে পারে কোপাতে। তাদের সম্পর্কে মেসি বলেন, ‘ইকুয়েডরের বর্তমানে সোনালি প্রজন্ম দারুণ করছে। উরুগুয়ে, কলম্বিয়ার মতো দলের সঙ্গে জেতাটা অনেক কঠিন হবে।’



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS