ভিডিও

ক্রোয়েশিয়াকে রুখে দিল আলবেনিয়া

প্রকাশিত: জুন ২০, ২০২৪, ১২:১৯ রাত
আপডেট: জুন ২০, ২০২৪, ০১:১৫ রাত
আমাদেরকে ফলো করুন

অন্যতম ফেভারিট ক্রোয়েশিয়াকে রুখে দিল 'আন্ডারডগ' আলবেনিয়া। যদিও নির্দিষ্ট সময়ের খেলা শেষে এগিয়ে ছিল ক্রোয়েশিয়াই।
কিন্তু যোগ করা সময়ে গোল করে ক্রোয়াটদের জয়ের আশা শেষ করে দেয় আলবেনিয়া।

২০২৪ ইউরোর গ্রুপ পর্বের ম্যাচে দুই দল ২-২ ড্র নিয়ে মাঠ ছেড়েছে। হামবুর্গে আজ প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে তিন মিনিটে দুই গোল করে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। কিন্তু যোগ করা সময়ের পঞ্চম মিনিটে তাদের কাছ থেকে জয় ছিনিয়ে নেয় আলবেনিয়া।  

ক্রোয়েশিয়ার চেয়ে ফিফা র‍্যাংকিংয়ে ৫৬ ধাপ পিছিয়ে থাকা আলবেনিয়া শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করেছে। একাদশ মিনিটে মিডফিল্ডার কাজিম লাসি দারুণ হেডে দলকে এগিয়ে দেন। প্রথমার্ধে ওই ব্যবধান ধরেই রাখে আলবেনিয়া।

তবে দ্বিতীয়ার্ধে আক্রমণের বন্যা বইয়ে দেয় ক্রোয়েশিয়া। যে ধাক্কায় ৭৪তম মিনিটে গিয়ে গোল হজম করে আলবেনিয়ানরা। নিচু শটে লক্ষ্যভেদ করেন ক্রোয়াট মিডফিল্ডার আন্দ্রে ক্রামারিক।  

এরপর ক্লাউস ইয়াসুলার আত্মঘাতী গোলে ৭৬তম মিনিটে পিছিয়ে পড়ে তার দল আলবেনিয়া। পরে অবশ্য প্রায়শ্চিত্ত করেন তিনি। যোগ করা সময়ে নিচু শটে গোল গোল করে সমতা ফেরান আলবেনিয়ার এই অ্যাটাকিং মিডফিল্ডার।

দুটি করে ম্যাচ শেষে ১ পয়েন্ট করে পেয়েছে গ্রুপ 'বি'-এর দুই দল। ক্রোয়েশিয়ার পরের ম্যাচ ইতালির বিপক্ষে। আর আলবেনিয়া খেলবে স্পেনের বিপক্ষে।  

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS