ভিডিও

দলের ব্যাটারদের ইনটেন্ট হতাশাজনক : তামিম ইকবাল

প্রকাশিত: জুন ২৩, ২০২৪, ০৩:৪৫ দুপুর
আপডেট: জুন ২৩, ২০২৪, ০৭:৪৫ বিকাল
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে গতকাল ভারতের বিপক্ষে ১৯৭ রানের টার্গেটে ব্যাট রেতে নেমে নাজেহাল অবস্থা বাংলাদেশের। টাইগারদের এমন হারে হতাশ তামিম ইকবাল। বেশি হতাশ হয়েছেন দলের ব্যাটারদের ইনটেন্ট নিয়ে।

ইএসপিএন ক্রিকইনফোর ম্যাচ পরবর্তী লাইভ অনুষ্ঠানে হারের কারণ হিসেবে তামিম দায়ি করলেন ব্যাটারদের রান করতে না পারার ক্ষমতাকে, ‘আমার মনে হয় অ্যাপ্রোচের দিক থেকে বাংলাদেশ ম্যাচ হেরেছে। অবশ্যই কুলদীপ ভালো বল করেছে। কিন্তু বাংলাদেশের ব্যাটারদের অ্যাপ্রোচের কারণে সে লুপ, ফ্লাইট দিতে পেরেছে।’ রান তাড়ায় ব্যাটারদের মানসিকতা নিয়ে তামিম বলেন, ‘শুরু থেকে আমার মনে হয়নি তারা (বাংলাদেশের ব্যাটাররা) রান তাড়া করছে। বাংলাদেশ হয়ত ১৪৬ রান করেছে। রিশাদের ১০ বলে ২৪ রান হয়ত তাদের ১৪৬ রানে নিয়ে গেছে। আমার কোনো পয়েন্টে মনেই হয়নি বাংলাদেশ রানটা তাড়া করছিল।’  

এমনকি বাংলাদেশের বিপক্ষে ভারতের ভালো বোলিংয়ের পেছনে বাংলাদেশের ব্যাটারদের ভুলকেই বড় করে দেখছেন সাবেক এই ওয়ানডে অধিনায়ক। তামিম আরও বলেন, ‘আসলে আমি বেশি খুশি হতাম বাংলাদেশ যদি ১৯৭ রান তাড়া করতে চেয়ে ১০০ রানে অলআউট হত।’



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS