স্পোর্টস ডেস্ক : সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে মাঠে অস্ট্রেলিয়া-ভারত। সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে ইতোমধ্যে টস হয়েছে। টস জিতেছে অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন।
অস্ট্রেলিয়া দলে একটি পরিবর্তন এসেছে। অ্যাস্টন অ্যাগারের পরিবর্তে একাদশে এসেছেন মিচেল স্টার্ক। ভারত অবশ্য অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছে।
এই ম্যাচটিকে কোয়ার্টার ফাইনাল হিসেবে দেখছেন মার্শ। জয় ভিন্ন অন্য কিছু ভাবছেন না অজি অধিনায়ক।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।